আমাদের সিলেট ডটকম:
সিলেট-সুনামগঞ্জ সড়কে যানজট নিরসনে অবৈধ গড়ে উঠা স্থাপনা স্ব-উদ্যোগে সরানোর জন্য ৭ দিনের সময় বেঁধে দেয়া হয়েছে। জালালাবাদ থানায় ওপেন হাউজ ডেতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য অভিযোগ উঠলেও এখনও তা সরানো হয়নি। তাই তেমুখী পয়েন্ট, কুমারগাঁও বাস টার্মিনাল, শাহজালাল ব্রীজ (৩)এর সম্মুখে ও শাবি গেইটে এ যানজট নিরসনে স্ব-উদ্যোগে স্থাপনা সরিয়ে নেয়ার লক্ষ্যে পুলিশসহ সর্বস্তরের লোকজন নিয়ে রবিবার সকাল ১১ টার দিকে তেমুখী পয়েন্টস্থ সিএনজি অটোরিক্সা সমিতির অফিসে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সিলেট ট্রাফিকের সহকারী কমিশনার একেএম মনিরুল ইসলামের সভাপতিত্বে ও জালালাবাদ থানার ওসি (তদন্ত) মনির্বল ইসলাম ও থানার সেকেন্ড অফিসার এসআই আব্দুল হামিদের যৌথ পরিচালনায় অন্যান্যদের মধ্যে এ সময় বক্তব্য রাখেন, মেট্রোপলিটনের সহকারী পুলিশ কমিশনার(এসি) রাজন কুমার দাশ, কুমারগাঁও বাস টার্মিনালের শ্রমিক নেতা রনজিৎ দত্ত, লাফার্জ গোডাউনের পরিচালক মামুন কিবরিয়া সুমন, তেমুখী সিএনজি সমিতির সভাপতি দুদু মিয়া, সমিতির সাধারণ সম্পাদক মোশাহিদ, সমিতির ম্যানেজার জয়নাল, আমির আলী, ট্রাক শ্রমিক সমিতির নেতা (আম্বরখানা-বাদাঘাট) শওকত আলী প্রমুখ। শ্রমিক সমিতির নেতৃবৃন্দ, ব্যবসায়ীসহ সকল শ্রেণী পেশার লোকজন বৈঠকে এ সময় উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন,আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য স্ব-উদ্যোগে যানজট নিরসনে গাড়ী যত্রতত্র ভাবে না রাখা, রাস্তায় না রেখে বাস স্ট্যান্ডের ভিতরে যাত্রী উঠা-নামা করানো,শাহজালাল ব্রীজ (৩)’র সম্মুখে ট্রাক দাড়িয়ে না রাখা ও অবৈধ স্থাপনা গড়ে উঠাসহ ৭ দিনের মধ্যে রাস্তার দু’পাশে পরিষ্কার রাখার সিদ্ধান্ত বৈঠকে গৃহীত হয়। বেঁধে দেয়া সময়ের মধ্যে যদি কেউ এর জন্য টালবাহনা করেন তাহলে আইনগত ব্যবস্থা নেয়ার হুশিয়ারিও করে দেয়া হয়।
সিলেট-সুনামগঞ্জ সড়কে যানজট নিরসনে অবৈধ স্থাপনা স্ব-উদ্যোগে সরাতে ৭ দিনের আল্টিমেটাম
Sunday, June 1, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment