আমাদের সিলেট ডটকমঃ সুনামগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনের দায়িত্বে থাকা রিটানিং অফিসার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল হাই আল-মাহমুদ গতকাল বুধবার রাত ২টায় জানান,সুনামগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের নির্বাচনে হাজী নুর্বল মোমেন ও ইউসুফ আল-আজাদের নেতৃত্বে ১৭সদস্যের পূর্নাঙ্গ প্যানেল জয়লাভ করেছে। তিনি জেলা প্রশাসকের সম্মেলন কৰে ভোটগ্রহণ শেষে নির্বাচনে ফলফল ঘোষনা করেন। মুক্তিযোদ্ধা কমান্ডার পদে হাজী নুর্বল মোমেন ৮৪২ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী হাজী কেবি রশিদ পেয়েছেন ৩৭২ভোট। এছাড়া অন্যান্য পদের মধ্যে-সহকারী সাংগঠনিক কমান্ডার পদে এডভোকেট কাওসার আলম,সহকারী প্রচার কমান্ডার পদে ডাঃ আব্দুর রশিদ,সহকারী অর্থ কমান্ডার পদে মলয় কান্তি দাস,সহকারী ক্রাণ ও সমাজকল্যান কমান্ডার পদে মতিলাল দাস,সহকারী ক্রীড়া কমান্ডার পদে বিনোদ রঞ্জন দাস,সহকারী শ্রম ও জনশক্তি কমান্ডার পদে জিতু মিয়া,সহকারী দপ্তর কমান্ডার পদে মুজিবুর রহমান,সহকারী প্রকল্প ও সমবায় কমান্ডার পদে আব্দুস শহিদ,শিৰা-পাঠাগার ও মিলনায়তন কমান্ডার পদে মুজিবুর রহমান চৌধুরীসহ কার্যনির্বাহী সদস্য পদে গিয়াস উদ্দিন,চান মিয়া, মিতন মিয়া নির্বাচিত হয়েছেন। এছাড়া সহকারী সাহিত্য ও সংস্কৃতি কমান্ডার পদে বিনা প্রতিদ্বন্ধিতায় রমিজ উদ্দিন জয়লাভ করেছেন।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment