আমাদের সিলেট ডটকম:
ছাতকে ডাকাত জাহাঙ্গীর আলম (৩৪)সহ ৪পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। পৃথক অভিযান চালিয়ে থানা-পুলিশ তাদের গ্রেফতার করে। শুক্রবার রাতে ছাতক থানার অফিসার্স ইনচার্জ শাহজালাল মুুন্সি অভিযান চালিয়ে ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের বাংলাবাজার এলাকা থেকে ডাকাত জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেন। সে দৰিণ খুরমা ইউনিয়নের ভূঁইগাঁও গ্রামে আফর্বজ আলীর পুত্র। তার বির্বদ্ধে ছাতক থানায় ৯টি ডাকাতি মামলা রয়েছে। এছাড়া ছাতক থানার এএসআই হার্বনুর রশিদ চৌধুরী অভিযান চালিয়ে ফোরষ্ট্রোক চোর গোবিন্দনগর গ্রামের আলা উদ্দিনের পুত্র কয়েছ (২৬), পলাতক আসামী কৃষ্ণ নগর গ্রামের মৃত উমেদ উলৱাহর পুত্র মানিক উদ্দিন (৫০) ও দশঘর গ্রামের আব্দুল বারিকের পুত্র আব্দুল মুমিন (৩০)কে গ্রেফতার করেন। গোপন সংবাদের ভিত্তি অভিযান চালিয়ে গতকাল শনিবার দুপুরে গোবিন্দগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
ছাতকে ডাকাতসহ ৪পলাতক আসামী গ্রেফতার
Saturday, June 7, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment