আমাদের সিলেট ডটকম:
রোববার বেলা ১২টায় কুলাউড়া পৌর সদরের পূবালী ব্যাংক শাখা থেকে এক প্রতারক জমা দিতে আসা উজ্জল দেব নামে এক গ্রাহকের ৯০ হাজার টাকা নিয়ে কৌশলে চম্পট দিয়েছে।
থানা পুলিশ ও সংশ্লিষ্ট শাখার ব্যবস্থাপকের নিকট থেকে জানা গেছে, পূর্ব থেকে ব্যাংকে বসে থাকা পরিচয় হীন এক কেতাদুরস্ত ব্যাক্তির সংগে প্রথমে উজ্জল দেব এর কথা হয়। কথা বার্তার এক পর্যায়ে সে টাকা গুলি জমা দেয়ার জন্য ঐ ব্যক্তির হাতে দিয়ে নিজে একটি চেক সংগ্রহের জন্য ভিন্ন কাউন্টারে গেলে প্রতারক সুযোগ বুঝে টাকা নিয়ে ব্যাংক থেকে চম্পট দেয়। পুলিশ ব্যাংকের সিসিটিভি ক্যামারা দেখে প্রতারক কে সনাক্ত করার চেষ্টা করছে। ঃ
ব্যাংকের ব্যবস্থাপক জানান, আজ ব্যাংকের ক্যাশ কাউন্টারে তেমন কোন ভিড় ছিল না। তারপর ও নিজে টাকা জমা না দেয়ার কারন রহস্যজনক। একাধিক বার মুঠোফোনে উজ্জল দেবের সংগে যোগাযোগের চেষ্টা করে ও সম্ভব হয় নি।
কুলাউড়ায় ব্যাংক থেকে ৯০ হাজার টাকা নিয়ে প্রতারকের চম্পট
Sunday, June 1, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment