আমাদের সিলেট ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনার দেশে ফেরা ও জিয়াউর রহমানের মৃত্যুর ঘটনার মধ্যে কোনো সম্পর্ক আছে কি না তা নিয়ে জনগণের মনে প্রশ্ন আছে।
গতকাল মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এ কথা বলেন।
’৭৫-এর পরে শেখ হাসিনা দেশে ফিরেছেন ১৭ মে। জিয়াউর রহমান শহীদ হয়েছেন ৩০ মে। এ দুটি ঘটনার মধ্যে সংযোগ আছে বলে বিএনপি মনে করে কি না জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘কোনো সম্পর্ক আছে কি না তা নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন আছে।’
মির্জা ফখরুল বলেন, বিএনপি ক্ষমতায় গেলে নতুন করে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন- করা হবে।
আগের দুই দফা ক্ষমতায় থাকাকালে তদন- কেন হয়নি সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন, ‘তখনো কিছু তদন- হয়েছিল। এখন পুঙ্খানুপুঙ্খভাবে তদন- করা হবে। ’
বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল আরও বলেন, গতকাল (সোমবার) আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা শেখ মুজিব হত্যাকাণ্ডের সঙ্গে জিয়াউর রহমানকে জড়িয়ে কথা বলেছেন। তিনি বলেন, ‘আওয়ামী লীগের সভানেত্রীর এ ধরনের “দায়িত্বজ্ঞানহীন” বক্তব্যে আমরা বিস্মিত হইনি। কারণ, স্বভাবসুলভ ভঙ্গিতে তিনি এভাবে কথা বলতে অভ্যস-। সমগ্র জাতি তাঁর এ মিথ্যা ভাষণ ও বাচনভঙ্গির সঙ্গে পরিচিত।’
তিনি বলেন, শেখ হাসিনা বলেছেন শেখ মুজিবকে হত্যার পরে মোশতাক জিয়াউর রহমানকে সেনাপ্রধান করেছেন। তিনি বলেন, ‘শেখ মুজিবকে হত্যার সময় এ কে খন্দকার বিমানবাহিনীর প্রধান ছিলেন। এ কে খন্দকারকেই মন্ত্রী বানিয়েছেন শেখ হাসিনা। তা হলে কি আমরা বলতে পারি যে, শেখ মুজিবুর রহমানকে হত্যার সঙ্গে শেখ হাসিনা জড়িত? এটা কোনো যুক্তির কথা নয়।’
প্রধানমন্ত্রীকে স্বঘোষিত ও অনির্বাচিত আখ্যায়িত করে ফখরুল বলেন, ‘কাচের ঘরে বসে অন্যের প্রতি ঢিল ছুড়বেন না। যতই মিথ্যাচার করুন লাভ হবে না। জিয়াউর রহমান নিজের কীর্তির জন্য জনগণের কাছে ভাস্বর হয়ে থাকবেন।’
বিএনপির রাজনীতি ধ্বংস করা এবং জিয়াউর রহমানের পরিবারকে ধ্বংস করার জন্য সুপরিকল্পিতভাবে অপপ্রচার চলছে বলে তিনি দাবি করেন।
ফখরুল বলেন, খুন, গুম, অপহরণের ঘটনায় জনজীবন এখন দুঃসহ। বাংলাদেশ সন্ত্রাসের জনপদে পরিণত হয়েছে। মানুষের দৃষ্টি এখান থেকে ভিন্ন খাতে ফেরানোর জন্য প্রধানমন্ত্রী ‘অসত্য’ ইস্যুকে সামনে নিয়ে এসেছেন।
হাসিনার দেশে ফেরা ও জিয়ার মৃত্যুর সম্পর্ক নিয়ে জনমনে প্রশ্ন আছে: ফখরুল
Tuesday, June 3, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment