আমাদের সিলেট ডটকম: মেট্রোপলিটন থানাধীন বিভিন্ন এলাকায় বেপরোয়া হয়ে উঠেছে ছিনতাইকারীরা। অথচ আইনশৃঙ্খলা বাহিনীর চোখে ছিনতাইকারীরা অদৃশ্য। শাহপরান থানার মেজর-টিলায় এলাকায় পেট্রোল পাম্পের মালিকের কাছ মারধর করে ৬লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারী গ্রুপ। প্রাইভেট কারে করে তারা টাকাগুলো নিয়ে শহরের দিকে আসার পথে এ ঘটনা ঘটে। রবিবার সকাল ১১টায় মেজর-টিলার চামেলি বাগ এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আহতদেরকে স্থানীয় জনতা উদ্ধার করে ওসমানী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। আহতরা হচ্ছেন- মুজিবুর রহমান, ম্যানেজার সঞ্জয় ধর ও গাড়ি চালক জালাল আহমদ।
সূত্রে জানা যায়, ওই এলাকাসহ আশপাশ এলাকায় যেসব ছিনতাইয়ের ঘটনা ঘটে সেসব ছিনতাইয়ের ঘটনায় জড়িত রয়েছে স্থানীয় কয়েকজন ছাত্রলীগ নেতৃবৃন্দ। স্থানীয়রা জানান, প্রথমে আমরা বুঝে ছিলাম রাজনৈতিক মারামারি তাই কেউ আমরা ভয়ে এগিয়ে আসিনি।এমনকি অনেক ব্যবসায়ীরা আতংকিত হয়ে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেন। পরে আহতদের কাছ থেকে জানতে পারি যে তাদের ৬ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা। পুলিশ জানায়, খাদিম নগর এলাকার পীরের বাজার থেকে পেট্রোল পাম্পের মালিক মুজিবুর রহমান তার ব্যবহৃত প্রাইভেট কার নং সিলেট গ ১১-০০৩৩ যোগে সিলেট শহরের দিকে আসছিলেন। মেজর-টিলা এলাকার চামেলি বাগ এলাকায় তাদের গাড়ি পৌছা মাত্রই ৬টি মোটরসাইকেল যোগে প্রায় ১০-১২জনের একটি ছিনতাইকারী গ্রুপ ধারালো এবং আগ্নেয়াস্ত্র দিয়ে তাদের উপর হামলা চালায়। এসময় ছিনতাইকারীরা তাদের ব্যবহৃত গাড়ির গ্লাস ভাংচুর করে তাদেরকে ব্যাপক মারধর করে।
শাহপরান থানার ওসি সাখওয়াত হোসেন জানান, ছিনতাইকারীরা পীরেরবাজার থেকে পাম্পের ব্যবসায়ী মুজিবুর রহমানকে অনুসরণ করে আসছিল। ছিনতাই শেষে তারা সিলেট শহরের দিকে পালিয়ে যায়। তবে ছিনতাইকারীরা কোন রাজনৈতিক দলের সদস্য কি না তা খতিয়ে দেখছে পুলিশ।
ফিল্মি স্টাইলে মেজর-টিলা থেকে ৬লাখ টাকা ছিনতাই, আহত ৩
Sunday, June 1, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment