আমাদের সিলেট ডটকম:
সিলেট ছেড়ে পালিয়ে যাবার প্রাক্কালে গ্রেফতার করা হয়েছে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ ছাত্রলীগ সভাপতি ও ছাত্রদল কর্মী তাওহীদ হত্যা মামলার ৫ নং আসামী সৌমেন দে-কে।
শনিবার দিনগত রাত ১০টায় সিলেট রেলস্টেশন থেকে গোয়েন্দা পুলিশের একটি দল তাকে আটক করে। সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ রহমত উলৱাহ সৌমেনকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
গত বুধবার ওসমানী মেডিক্যাল কলেজের আবু সিনা ছাত্রাবাসে নিয়ে গিয়ে কলেজ ছাত্রদল নেতা তাওহীদুল ইসলামকে নির্মম নির্যাতন করে হত্যা করে ছাত্রলীগ কর্মীরা। এ ঘটনায় ১১ ছাত্রলীগ নেতাকর্মীকে আসামী করে কোতোয়ালী থানায় দায়ের করা মামলার ৫ নং আসামী কলেজ ছাত্রলীগের সভাপতি সৌমেন দে-কে গ্রেফতার করা হলেও বাকীরা এখনো পলাতক রয়েছে। পুলিশের একটি সূত্র জানিয়েছে, বাকী আসামীদের গ্রেফতারের লৰ্যে রাতেই সৌমনকে নিয়ে অভিযানে নেমেছে গোয়েন্দা পুলিশের একটি টিম।
সিলেট ওসমানী মেডিকেল কলেজের এমবিবিএস ৪র্থ বর্ষের ছাত্র ও ছাত্রদলকর্মী তাওহীদুল ইসলাম হত্যাকান্ডের ঘটনায় দায়েরকৃত মামলার অন্যতম আসামী সৌমেন দে ওসমানী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি।
তাওহীদকে কুপিয়ে ও পিটিয়ে খুনের ঘটনায় তার চাচা আনোয়ার হোসেন মাতব্বর কোতোয়ালী থানায় মেডিকেল কলেজ ছাত্রলীগের ১০ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৮-১০ জনকে আসামী করে মামলা দায়ের করেন। ওই মামলায় ওসমানী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সৌমেন দে ও সাধারণ সম্পাদক সাইফুল হাইকেও আসামী করা হয়।
প্রসঙ্গত, গত বুধবার সন্ধ্যায় ওসমানী মেডিকেল কলেজের আবু সিনা ছাত্রাবাসে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা পিটিয়ে গুরুতর আহত করে ছাত্রদল কর্মী তাওহীদকে। রাত সাড়ে ৮টার দিকে ওসমানী হাসপাতালে তাওহীদকে মৃত ঘোষণা করা হয়। এ ঘটনায় পরদিন তার চাচা কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন।
তাওহীদ হত্যা মামলার আসামী সিওমেক ছাত্রলীগ সভাপতি সৌমেন দে গ্রেফতার
Saturday, June 7, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment