এম এ ওয়াদুদঃ গত ১৯ নভেম্বর ২০১৩ইং তারিখে বিটিসিএল বিজ্ঞপ্তিতে ‘জলের মত কথা বলুন’ কথাটি লেখা দেখে বিস্মিত হই। আজকের যুগে তথ্য প্রযুক্তির সাথে সাথে বিটিসিএল-এর কর্ম পরিধি অনেকটা বৃদ্ধি পেয়েছে। বিটিসিএল-এর লাইসেন্সধারী বেশ কয়েকটি মোবাইল ফোন অপারেটর তাদের সার্ভিস দিয়ে আসছে। মোবাইল অপারেটর জনসাধারণের সামনে নতুন নতুন অফার দিয়ে কমরেটে কথা বলার সুযোগ দেওয়ার কথা এসএমএস-এর সুবিধা সহ ইন্টারনেট ব্যবহারের সুবিধা ইত্যাদি মেসেজ দিয়ে থাকে।
বিভিন্ন সময়ে দেয়া জি.পি অফার, এয়ারটেল অফার, বাংলালিংক অফার দিয়ে প্রতারণার আশ্রয় নেয়ার প্রতিবাদও পত্রপত্রিকায় দেখা যায়। বিটিসিএল এই সমস্ত মোবাইল কোম্পানীদের উপর যথাযথ নিয়ন্ত্রণ রাখছেনা বরং বিটিসিএল ফোনের কল রেইট বিটিসিএল থেকে মোবাইল বা অন্য অপারেটরে প্রতি মিনিট ৮০ পয়সা বহাল রেখেছে।
বিটিসিএল থেকে বিটিসিএল-এর মত অন্য অপারেটর কল চার্জ প্রতি মিনিট ৩০ পয়সা করলে লাখ লাখ অতিরিক্ত কল হত। বিনিময়ে বাংলাদেশ সরকার কোটি কোটি টাকা অতিরিক্ত আয় করত। বাস্তবে বিটিসিএল এর মত একটি প্রতিষ্ঠান লাইন রেন্ট সহ অতিরিক্ত কল রেট ধার্য্য করে বিটিসিএল কে অকর্য্যকর করা হচ্ছে। আমার বক্তব্য হচ্ছে মোবাইল অপারেটররা বিটিসিএল কে ট্যাক্স দেওয়ার পরও যে হারে কল রেট আদায় করে সেৰেত্রে বিটিসিএল কেন ব্যর্থ হয়। বিশ্বের উন্নত দেশ যুক্তরাষ্ট্রের মত দেশেও ল্যান্ড ফোনের নির্ধারিত রেটে গ্রাহককে যতখুশী ফোনের সুযোগ দিতে পারে সেখানে বাংলাদেশ কেন ব্যর্থ।
‘‘জলের মত কথা বলুন’’
Thursday, November 21, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment