আমাদের সিলেট ডটকম:
প্রায় এক বছর কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান। তার বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলায় জামিন লাভের পর গত শুক্রবার সকাল ১০টায় কাশিমপুর কারাগার থেকে তিনি মুক্তি পান। ডাঃ শফিকুর রহমানকে গত ১২ ডিসেম্বর রাতে ঢাকার লালমাটিয়ার বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে বিভিন্ন সময় দায়ের করা ২৬টি মামলা ছিল। এ সকল মামলায় জামিন লাভের পর গত শুক্রবার তিনি কারাগার থেকে বের হন। দলীয় সূত্রে জানা যায়, ডাঃ শফিকুর রহমান কারাগার থেকে বের হয়ে তার লালমাটিয়ার বাসায় যান। ঢাকার বাসায় সারাদিন অবস্থান করার পর রাতে তিনি সিলেটে আসেন। সিলেট থেকে তিনি গতকাল শনিবার রাতে আবার ঢাকায় চলে যান। ডাঃ শফিক সিলেটে অবস্থান করা কালে দলের সিনিয়র নেতৃবৃন্দ তার সাথে সাক্ষাৎ করেন। তবে কারাগার থেকে মুক্তি পেয়ে তিনি সিলেটে এসেছেন এ খবর দলীয়ভাবে জামায়াত শিবিরের নেতা কর্মীদের জানানো হয়নি বলে একটি সূত্র জানায়। অনেকটা নীরবে সিলেট থেকে তিনি আবার ঢাকায় চলে গেছেন। জামিনে মুক্ত থাকাবস্থায় ডাঃ শফিককে গ্রেফতার কিংবা কোন ধরণের হয়রানী না করার জন্য হাইকোর্ট নির্দেশ দিয়েছে বলে জানা গেছে।
জামিনে মুক্তি পেলেন জামায়াত নেতা ডা. শফিক
Saturday, November 23, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment