আমাদের সিলেট ডটকম:
দেশের অন্যান্য স্থানের ন্যায় যথাযোগ্য মর্যাদায় সিলেটেও উদযাপিত হয়েছে ৪২ তম সশস্ত্র বাহিনী দিবস।এ উপলক্ষে আজ বৃহস্পতিবার বিকেলে সিলেটের বটেশ্বরস্থ জালালাবাদ সেনানিবাসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে জালালাবাদ সেনানিবাসস্থ ১৭ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, জনগণের আস্থা, সমর্থন ও ও সহযোগিতা নিয়ে দেশের কল্যাণে কাজ করছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী। মহান মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ২১ নভেম্বর পাক হানাদারদের বিরুদ্ধে প্রথম বারের মত সম্মিলিত অভিযান চালায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী। এ জন্য ২১ নভেম্বর এদেশে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হয়। তিনি বলেন,মহান মুক্তিযুদ্ধে সিলেটবাসীর রয়েছে গৌরবোজ্জ্বল ভূমিকা। সিলেটের কৃতি সন্তান জেনারেল এমএজি ওসমানী মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক হিসেবে স্বাধীনতার যুদ্ধে ঐতিহাসিক ভূমিকা পালন করেন। মুক্তিযুদ্ধ কারে সিলেটের ৪ ও ৫ নং সেক্টরে মোট ২১টি যুদ্ধ সংঘটিত হয়েছিল। এ সব সম্মুখ সমরে প্রত্যক্ষ নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী।
জিওসি মেজর জেনারেল হুমায়ুন কবির বলেন, স্বাধীনতার অব্যাহতি পরেই ১৯৭৩ সালে কুমিল্লায় প্রথম মিলিটারি একাডেমী প্রতিষ্ঠা করা হয়। এরই ধারাবাহিকতায় অতি সম্প্রতি সিলেটস্থ জালালাবাদ সেনানিবাসে ১৭ পদাতিক ডিভিশন, ৩৬০ পদাতিক ব্রিগেড ও ৫২ পদাতিক ব্রিগেড প্রতিষ্ঠা করা হয়েছে। জিওসি দেশের উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন কল্যাণমূলক কর্মকান্ডের বর্ণনা তুলে ধরেন ও বিশ্ব শান্তি রক্ষায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল পদচারণার কথা উল্লেখ করে বলেন, জাতীয় দুর্যোগে জনসাধারণকে সহযোগিতার পাশাপাশি জাতি সংঘ শান্তিরক্ষী বাহিনীতে সর্বাধিক সংখ্যক বাংলাদেশী সেনা সদস্য দক্ষতা ও যোগ্যতার স্বাক্ষর রাখছেন। এর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে।
অনুষ্ঠানে জালালাবাদ সেনানিবাসের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ৫২ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এম. মইনুল হাসান, ৩৬০ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার ব্রিগেডিয়ার জেনারেল মো. আবু নাসেরসহ সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বেসামকির অতিথির মধ্যে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেটের জেলা ও দায়রা জজ মিজানুর রহমান, সিলেটের বিভাগীয় কমিশনার এনএম জিয়াউল আলম, সিলেটের জেলা প্রশাসক শহীদুল ইসলাম ও সিলেটের বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গ।
সিলেটে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত ॥ জনগণের আস্থা, সমর্থন ও সহযোগিতা নিয়ে দেশের কল্যাণে কাজ করছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী – মেজর জেনারেল হুমায়ুন কবীর
Thursday, November 21, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment