সীতাকুন্ডে চোখ বাধা অবস্থায় জামায়াত নেতার লাশ উদ্ধার

Wednesday, November 20, 2013

আমাদের সিলেট ডটকম:

সীতাকুন্ডে আটক জামায়াত নেতা আমিনের লাশ উদ্ধার করা হয়েছে। তিনদিন আগে আটক হওয়া ওই নেতার লাশ পুলিশ আজ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে পন্থিছিলা বড়ুয়া পাড়া এলাকা থেকে উদ্ধার করে। জামায়াত নেতা আমিনের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার ঢাকা থেকে স্ত্রী ও ৬মাসের কন্যাকে নিয়ে সীতাকুন্ড আসছিলেন জামায়াতের ইউনিয়ন সেক্রেটারি আমিনুল ইসলাম। পথে সন্ধ্যা ৭ টার দিকে সশস্ত্র সাদা পোশাকে ডিবি পরিচয়দানকারী ৭/৮ জনের দল কুমিল্লার চৌদ্দগ্রাম একটি রেষ্টুরেন্ট থেকে তাকে আটক করে মাইক্রোতে তুলে নিয়ে যায়। এরপর থেকেই পরিবারের সদস্যরা র‌্যাব, ডিবি, পুলিশ ও প্রশাসনের বিভিন্ন দপ্তরে অনেক খোজাখুজি করারেও তার সন্ধান পায়নি। মঙ্গলবার দুপুর ২টায় আমিনের স্ত্রী সীতাকুন্ড থানায় নিখোঁজের জিডি করতে গেলে পুলিশ তার জিডি গ্রহণ করেনি। ৩ দিন পর গতকাল বেলা ২টার সময় থানা থেকে দেড় কিলোমিটার দুরে চোখ বাধা অবস্থায় জামায়াত নেতা মো. আমিনুল ইসলাম আমিনের লাশ পৌরসভাস্থ পন্থিছিলা এলাকায় কসাইখানার উত্তর পাশে খাদের মধ্যে লোকজন দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। তার রক্তাক্ত লাশ দেখে স্থানীয় লোকজন ধারণা করেন তাকে ভোর রাতে মেরে ফেলা হয়েছে। তার মাথার পিছনে দুটি গুলি ও পিঠে দুটি গুলির চিহ্ন রয়েছে। আমিনের মৃতের খবর ছড়িয়ে পড়লে জামায়াত শিবিরের কর্মীরা ক্ষুব্ধ হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেয়। তাদের অবরোধে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় তারা ৩টি ট্রাক ও ১টি সিএনজিতে আগুন দেয়। এছাড়া পৌর সদরের দোকান পাট বন্ধ হয়ে যায়। এ ঘটনার জের ধরে ৫নং বাড়বকুন্ড- ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি সাদাকাত উল্ল্যাহ্ মিয়াজীর বাড়ীতে আগুন দিয়েছে উত্তেজিত জনতা। চেয়ারম্যানকে উদ্ধার করে আনতে ঘটনাস্থলে যায় র‌্যাব। এ সময় তেলিবাজার এলাকায় জামাত-শিবিরের সাথে সংঘর্ষ হয় র‌্যাবের। এতে ২জন গুলিবিদ্ধ হয়। আটক করা হয় ৪জনকে। এদিকে আমিনের স্ত্রী আয়েশা খাতুন সিমা জানান, সাংবাদিকদের মাধ্যমে সরকারকে এবং পুলিশ প্রশাসনের কাছে তার স্বামীকে উদ্ধারের জন্য বার বার আহ্বান জানিয়েছেন। আমিনের মৃত্যুর খবর শুনে তার স্ত্রী বলেন, পুলিশ আমার স্বামীকে জীবিত উদ্ধার না করে মেরে ফেলেছে। জামায়াতের পৌর আমির তৌহিদুল হক চৌধুরী জানান, পুলিশ প্রশাসন তাকে জীবিত উদ্ধার না করে আমাদের আল্টিমেটামের শেষ পর্যায়ে আমাদেরকে আমিনের লাশ উপহার দিয়েছে। এ ঘটনায় তিনি পুলিশ প্রশাসনকে দায়ী করেন। তিনি বলেন, আমিনের লাশের উপর দিয়ে এ সরকারের পতন হবে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License