আওয়ামী লীগের হাতে সংবিধান ও গণতন্ত্র কোনটাই নিরাপদ নয় : মেয়র আরিফ
নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, সরকার নিজের ফায়দা হাসিলের জন্য সংবিধানকে ইচ্ছে মতো লংঘন করছে। এই অবৈধ সরকারের বিরুদ্ধে দেশপ্রেমিক জনতাকে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। অসাংবিধানিক কোন মন্ত্রীসভা জাতির ঘাড়ে চাপিয়ে দেয়ার পরিণতি ভালো হবে না। আওয়ামী লীগের হাতে সংবিধান ও গণতন্ত্র কোনটাই নিরাপদ নয়।
সোমবার ১৮ নভেম্বর বিকেলে ১৮ দলীয় জোটের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সরকার কর্তৃক সংবিধান লংঘনের প্রতিবাদে ১৮ দলীয় জোট সিলেট জেলা ও মহানগর আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন।
মহানগরীর কোর্ট পয়েন্টে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর ১৮ দলের আহ্বায়ক মহানগর বিএনপির সভাপতি এম. এ হক। মহানগর ১৮ দলের সদস্য সচিব ও মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির হাফিজ আব্দুল হাই হারুনের পরিচালনায় এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি দিলদার হোসেন সেলিম, মহানগর জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির ডা. সায়েফ আহমদ, বিএনপির জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল গাফফার, মহানগর সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালী পংকী, মহানগর জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা মনছুরুল হাসান রায়পুরী, জেলা জাগপা সভাপতি মকসুদ হোসেন, মহানগর খেলাফত মজলিসের সহ সভাপতি আব্দুল হান্নান তাপাদার, মহানগর লেবার পার্টির সভাপতি মাহবুবুর রহমান খালেদ, জেলা এলডিপির সভাপতি সায়েদুর রহমান চৌধুরী রূপা প্রমুখ।
পরে একটি কালো পতাকা মিছিল বের করা হয়।
No comments:
Post a Comment