অর্থনীতিসহ প্রায় সব সূচকে উর্ধ্বমুখী প্রবণতা দেশকে সমৃদ্ধির পথে নিয়ে গেছে : অর্থমন্ত্রী

Saturday, November 23, 2013

অর্থনীতিসহ প্রায় সব সূচকে উর্ধ্বমুখী প্রবণতা দেশকে সমৃদ্ধির পথে নিয়ে গেছে : অর্থমন্ত্রী


altবাসস : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্ব বাংলাদেশকে বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত করেছে। অর্থনীতিসহ প্রায় সব সূচকে উর্ধ্বমুখী প্রবণতা দেশকে নিয়ে গেছে সমৃদ্ধির পথে। কৃষি, বিদ্যুৎ, জ্বালানি ও মানবসম্পদ উন্নয়ন এবং স্বাস্থ্য ও শিক্ষাখাতে গত পাঁচবছরে যে উন্নয়ন হয়েছে তা স্বাধীনতা পরবর্তী সময়ে হয়নি।


প্রধানমন্ত্রী ঘোষিত সিলেটে দুটি সরকারি উচ্চ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে শনিবার ২৩ নভেম্বর সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।


অর্থমন্ত্রী বলেন, এ উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আগামী নির্বাচনে সবাইকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা হতে পারে। তবে কোন সন্ত্রাসী গোষ্ঠী যেন দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করতে না পারে সে ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে।


তিনি বলেন, বাংলাদেশে এখন কোনো জঙ্গিবাদ নেই; কিন্তু জঙ্গি তৎপরতার হুমকি আছে। যারা এদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না তারা হচ্ছে জামাত-শিবির। এই দেশদ্রোহীদের শক্ত হাতে প্রতিহত করতে হবে। এই দুর্বৃত্তদের এখনই প্রতিহত করা না হলে তারা নির্বাচনের সময় সংঘাত সৃষ্টি করতে পারে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License