আগৈলঝাড়ায় টাকার জন্য ভাবীকে নির্যাতন ॥ মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি
অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া : বরিশালের আগৈলঝাড়ায় টাকার জন্যে এক দেবর তার ভাবীকে শারীরিক নির্যাতন করে গুরুতর আহত করেছে।
উপজেলার বাগধা ইউনিয়নের আমবৌলা গ্রামের প্রবাসী আব্দুর রশিদ খানের স্ত্রী আহত ঝর্ণা বেগম জানান, তার দেবর সান্টু খান তাকে বিভিন্নভাবে উত্যক্ত করতো। এ ব্যাপারে তার বিরুদ্ধে আগৈলঝাড়া থানায় তিনি জিডি এন্ট্রি দেন।
কয়েকদিন আগে তার স্বামী জমি কেনার জন্য দুলাখ টাকা পাঠালে সান্টু খান সেই টাকা হাতিয়ে নেয়ার পায়তারা শুরু করে। এক পর্যায়ে বুধবার ২০ নভেম্বর সকালে তার কাছে টাকা দাবি করলে তিনি টাকা দিতে অস্বীকার করায় সে তাকে বেধড়ক মারপিট করে। বাড়ির লোকজন ও প্রতিবেশীরা তাকে মুমূর্ষু অবস্থায় আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করেন।
No comments:
Post a Comment