বড়পুকুরিয়ায় খনির উপরিভাগে শ্রমিক-কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন

Monday, November 18, 2013

বড়পুকুরিয়ায় খনির উপরিভাগে শ্রমিক-কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন


তনুজা শারমিন তনু, দিনাজপুর : দিনাজপুরের বড়পুকুরিয়ায় তৃতীয় পক্ষের অধীনে খনির উপরিভাগে কর্মরত শ্রমিক-কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন করা হয়েছে।


altসোমবার ১৮ নভেম্বর বিকেলে আয়োজিত ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে ১৪৭ জন কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিক অংশগ্রহণ করেন। তাদের অভিযোগ, জাতীয় বেতন স্কেলে ও মাইনিং নিয়মনীতি অনুযায়ী বেতন-ভাতাসহ সকল প্রকার সুযোগ-সুবিধা পাওয়ার পরও তাদের চাকরি স্থায়ী করা হচ্ছে না।


বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড শ্রমিক-কর্মচারী ইউনিয়ন আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি আবুল কাশেম শিকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর আলম ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাকসহ সিবিএ নেতৃবৃন্দ।


আবুল কাশেম শিকদার বলেন, বড়পুকুরিয়া কয়লা খনির প্রতিষ্ঠালগ্ন থেকে ক্যাজুয়্যাল ভিত্তিতে ৭২ জন শ্রমিক-কর্মচারী নিয়োগপ্রাপ্ত হয়। পরবর্তীতে আরো ৭৫ জন শ্রমিক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগপ্রাপ্ত হয়ে তৃতীয়পক্ষের মাধ্যমে কর্মরত আছেন; কিন্তু কয়লা খনি কর্তৃপক্ষের গাফিলতির কারণে তাদের চাকরি স্থায়ী হচ্ছে না।


এ ব্যাপারে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুজ্জামান মোবাইল ফোনে গাফিলতির অভিযোগ অস্বীকার করে বলেন, শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের চাকরি স্থায়ীকরণের ব্যাপারে কোম্পানির অর্গানোগ্রাম সংশোধনের কাজ চলছে। সরকারি নিয়মনীতি অনুযায়ী উর্ধতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে পর্যায়ক্রমে দক্ষতা ও যোগ্যতা যাচাইয়ের মাধ্যমে তাদের চাকরি স্থায়ীকরণের ব্যবস্থা করা হবে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License