সিলেটে শান্তির অন্বেষায় সমাবেশ শুক্রবার ॥ আসবেন শোলাকিয়া ঈদ জামাতের ইমাম

Tuesday, November 19, 2013

সিলেটে শান্তির অন্বেষায় সমাবেশ শুক্রবার ॥ আসবেন শোলাকিয়া ঈদ জামাতের ইমাম


নিজস্ব প্রতিবেদক : সামাজিক, সাংস্কৃতিক ও মানবতাবাদী আন্দোলন শান্তির অন্বেষায়, সিলেট শাখার উদ্যোগে আগামী ২২ নভেম্বর শুক্রবার সিলেটে একটি সমাবেশের আয়োজন করা হয়েছে।


সিলেট মহানগরীর রিকাবীবাজার এলাকায় কবি নজরুল অডিটোরিয়ামে ওইদিন বিকেল ৩টা থেকে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে শহীদ সাংবাদিক সিরাজুদ্দিন হোসেনের ছেলে সাংবাদিক শাহীন রেজা নূর ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় এশিয়ার বৃহত্তম ঈদের জামাতের ইমাম মাওলানা ফরিদ উদ্দিন মাসুদসহ বিশিষ্টজনরা বক্তব্য রাখবেন।


ইতোমধ্যে সাংবাদিক আল-আজাদকে আহ্বায়ক ও সাংস্কৃতিক সংগঠক শামসুল আলম সেলিমকে সদস্য সচিব করে শান্তির অন্বেষায়, সিলেট শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।


এ উপলক্ষে ১৮ নভেম্বর সোমবার রাতে বিএমএ ভবনে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। বিএমএর কেন্দ্রীয় সহ সভাপতি ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলালের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি নাট্য সংগঠক আল নোমান, মুক্তিযোদ্ধা ছাদ উদ্দিন আহমদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাজনীন হোসেন, বিএমএ সিলেট শাখার সাধারণ সম্পাদক ডা. মোর্শেদ আহমদ চৌধুরী, বাংলা নিউজ আপডেট সম্পাদক আল-আজাদ, জয়বাংলা সাংস্কৃতিক ঐক্যজোটের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রিন্স সদরুজ্জামান, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল জলিল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শামসুল আলম সেলিম, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, খেলাঘর সিলেট জেলা সদস্য ধ্রুব গৌতম, বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার জেলা সভাপতি কাজী মুহিবুর রহমান সুমন, সাধারণ সম্পাদক রশিদুল ইসলাম রাশেদ, মহানগর সভাপতি মো. আলী আশফাক, সদস্য সাইদুল ইসলাম প্রমুখ।


প্রস্তুতি সভা থেকে শান্তির অন্বেষায় আয়োজিত সমাবেশে মহান মুক্তিযুদ্ধের পক্ষের সকল শ্রেণিপেশার মানুষকে যোগ দেয়ার অনুরোধ জানানো হয়।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License