বড়লেখার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চাঁদাবাজি, ভুমিহীনদের হুমকি ও গাছপালা পুড়ানোর মামলায় আলাদাদ চা বাগানের ব্যবস্থাপক সিরাজ উদ্দিনসহ ৪ কর্মচারীর জামিন বাতিল করে তাদেরকে কারাগারে পাঠিয়েছেন।
মামলার সূত্রে জানা গেছে, উপজেলার শ্রীধরপুর মৌজার ৫৮০ একর খাস ভুমির ওপর প্রায় ৩৫ বছর থেকে ভুমিহীন ৬৬ পরিবার বসবাস করে আসছে। আলাদাদ চা বাগান কর্তৃপক্ষ উক্ত খাস ভুমি নিজেদের দাবি করে দীর্ঘদিন থেকে রিসিটের মাধ্যমে প্রতি বছর ভূমিহীনদের কাছ থেকে দুই লক্ষ টাকা আদায় করে। জেলা প্রশাসন সূত্রে উক্ত ভুমি সরকারী খাস খতিয়ানভুক্ত জ্ঞাত হয়ে ভুমিহীনরা বাগানকে চাঁদা দেয়া বন্ধ করলে তাদের ওপর নেমে আসে অত্যাচার। বাগান ব্যবস্থাপকের নেতৃত্বে বছরে পরিবার প্রতি ১০ হাজার করে ৬ লক্ষ ৬০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। ভূমিহীন পরিবারগুলো চাঁদা না দেওয়ায় চলতি বছরের ১ জুন খাস জমিতে বসবাসকারী ৬৬ পরিবারের লোকজনকে আসামীরা ঘরবাড়ী থেকে উচ্ছেদের ভয়ভীতি দেখিয়ে ভূমির ওপর লাগানো বিভিন্ন প্রজাতির গাছগাছালি ও ফলাদি কেটে ও আগুন পুড়িয়ে অর্ধকোটি টাকার ক্ষতি সাধন করে। এ ঘটনায় ভূমিহীন আব্দুর রহমান বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাগান ম্যানেজার সিরাজ উদ্দিন, টিলাবাবু রবীন্দ্র কুমার দাস ওরফে ছানা বাবু, কর্মচারী কুতুব উদ্দিন, আব্দুল মালিক ও নাজিম উদ্দিন খগাইকে আসামী করে মামলা (মামলা নং-সিআর-১২০/১৩) দায়ের করেন। গতকাল বুধবার চাঁদাবাজি মামলার আসামী আলাদাদ চা বাগানের ব্যবস্থাপক সিরাজ উদ্দিন, টিলা বাবু রবীন্দ্র কুমার দাস ওরফে ছানা বাবু, কর্মচারী নাজিম উদ্দিন খগাই ও চৌকিদার আব্দুল মালিক আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিজ্ঞ আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।
No comments:
Post a Comment