সিলেটের গোলাপগঞ্জে মানসিকভাবে অসুস্থ এক যুবকের হাতে মা বোন ছেলে নানী খুন
বিশেষ প্রতিবেদক : সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় মানসিকভাবে অসুস্থ এক যুবক তার মা, বোন, ছেলে ও নানীকে খুন করেছে। নৃশংস এ হত্যাকা-টি ঘটেছে বৃহস্পতিবার ২১ নভেম্বর বিকেল ৩টার দিকে। এলাকাবাসী ঘাতক আব্দুস সালামকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের দক্ষিণভাগ পুরানপাড়া গ্রামের মৃত আবদুল আজিজের ছেলে আব্দুস সালাম কাঠমিস্ত্রিদের ব্যবহৃত 'বাইস' দিয়ে কুপিয়ে ৪ জনকে হত্যা করে।
হত্যাকাণ্ডের শিকার হন আবদুস সালামের মা শামসুন্নাহার (৫০), বোন নাজমিন আক্তার (২৬), নিজের ছেলে তানভির আহমদ (৩) ও দূর সম্পর্কের নানী হনুফা বেগম (৬৫)। খবর পেয়ে গোলাপগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাত ৮টায় লাশ উদ্ধার করে।
সিলেটের পুলিশ সুপার নূরে আলম মিনা জানান, যোগাযোগ ব্যবস্থা অনুন্নত থাকায় শুক্রবার ময়না তদন্তের জন্য মৃতদেহগুলো ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।
গোলাপগঞ্জ থানার ওসি ফজলুল হক শিবলী জানান, আব্দুস সালাম খুনের কথা প্রকাশ্যে স্বীকার করেছে। এলাকাবাসী আব্দুস সালামকে মানসিক রোগী বলে উল্লেখ করেন।
এ ঘটনার ব্যাপারে আব্দুস সালামের ভাই জামাল মিয়া বাদি হয়ে গোলাপগঞ্জ থানায় এজাহার দায়ের করেছেন।
No comments:
Post a Comment