ছাতকের পল্লীতে বিয়ের তিনমাসের মধ্যেই নববধূর ফাঁস লাগানো লাশ উদ্ধার
ছাতক প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতক উপজেলার পল্লীতে রুবিনা বেগম (১৯) নামের এক নববধূর ফাঁস লাগানো লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার ১৯ নভেম্বর দুপুরে তার নিজের বসত ঘরের তীরের সাথে গলায় শাড়ি পেঁচিয়ে ঝুলানো লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়। রাতে পুলিশ লাশ উদ্ধার করে।
রুবিনা বেগম ভাতগাঁও ইউনিয়নের বরাটুকা গ্রামের ফয়জুর রহমানের স্ত্রী। পুলিশ মঙ্গলবার সকালে ময়না তদন্তের জন্য লাশ সুনামগঞ্জ মর্গে প্রেরণ করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।
সংসার জীবনের শুরুতেই পারিবারিক কলহের জের ধরে রুবিনা বেগম আত্মহত্যা করেছে বলে এলাকাবাসী ধারণা করছেন। তবে জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শফিকুল ইসলাম জানান, এ মৃত্যুর ঘটনাটি রহস্যজনক বলে মনে হচ্ছে; কিন্তু ময়না তদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছেনা।
প্রায় তিনমাস আগে ফয়জুর রহমানের সাথে দোলারবাজার ইউনিয়নের দক্ষিণ কুরশি গ্রামের চাঁন মিয়ার মেয়ে রুবিনা বেগমের বিয়ে হয়।
No comments:
Post a Comment