ইসলামে আস্তিক নাস্তিক বলে কিছু নেই আছে হক ও বাতিল : আল্লামা ফরীদ উদ্দীন মাসউদ
নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জের শোলাকিয়ায় এশিয়ার বৃহত্তম ঈদের জামাতের ইমাম প্রখ্যাত আলেম ও ইসলামী চিন্তাবিদ আল্লামা ফরীদ উদদীন মাসউদ বলেছেন, ইসলামে আস্তিক ও নাস্তিক বলে কিছু নেই। তবে হক ও বাতিল আছে। জামাত-শিবির কথায় কথায় আস্তিক নাস্তিক বলে ধর্মপ্রাণ মুসলমানদেরকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে।
দেশে সন্ত্রাস ও তাণ্ডবের বিরুদ্ধে ইস্পাত দৃঢ় ঐক্য গড়ে তোলার লক্ষ্যে শুক্রবার ২২ নভেম্বর সন্ধ্যায় শান্তির অন্বেষায় সিলেট বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
সামাজিক সাংস্কৃতিক ও মানবতাবাদী সংগঠন শান্তির অন্বেষায় সিলেট শাখা মহানগরীর কবি নজরুল অডিটোরিয়ামে এই সমাবেশের আয়োজন করে।
সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আল-আজাদের সভাপতিত্বে এতে ঘোষণাপত্র পাঠ করেন প্রজন্ম '৭১-এর সভাপতি শহীদ সাংবাদিক সিরাজুদ্দিন হোসেনের সন্তান শাহীন রেজা নূর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সুফি ফেডারেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক, ইক্বরা বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা রুহুল আমীন সিরাজী, দিনাজপুর বীরগঞ্জ মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আইয়ুব আনসারী ও বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক মুক্তিযোদ্ধা ডা. শাহাদাত হোসেন। স্বাগত বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রিন্স সদরুজ্জামান।
No comments:
Post a Comment