জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জের ৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ৩০ জন
ইমদাদুল হোসেন খান, বানিয়াচং : আসন্ন ১০ম জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জের ৪টি আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী নবীন-প্রবীণ মিলিয়ে ৩০ জন। তারা ইতোমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করে তা জমাও দিয়ে দিয়েছেন। মনোনয়ন প্রত্যাশীদের সংখ্যা সবচেয়ে বেশি হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে। মোট ১২ জন। আর সবচেয়ে কম হবিগঞ্জ-৩ (সদর-লাখাই) আসনে। এখানে মাত্র একজন মনোনয়ন চেয়েছেন।
আসন অনুযায়ী মনোনয়ন প্রত্যাশীরা হলেন, আওয়ামী হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জেলা পরিষদ প্রশাসক ডা. মুশফিক হোসেন চৌধুরী, সাবেক সাংসদ আমেরিকা প্রবাসী অ্যাডভোকেট মো. আব্দুল মোছাব্বির, সাবেক সাংসদ দেওয়ান ফরিদ গাজীর ছেলে দেওয়ান শাহ নেওয়াজ মিলাদ গাজী, অধুনালুপ্ত দৈনিক মাতৃভূমির প্রকাশক-সম্পাদক কানাডা প্রবাসী মেজর (অব) সুরঞ্জন দাস, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরী, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি এমদাদুর রহমান মুকুল ও বাহুবল উপজেলা আওয়ামী লীগ নেতা মুদ্দত আলী।
হবিগঞ্জ-২ (বানিয়াচং- আজমিরীগঞ্জ) আসনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান সাংসদ অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, বানিয়াচং উপজেলা আওয়ামী লীগ সভাপতি আমীর হোসেন মাস্টার, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চৌধুরী আবুবকর ছিদ্দিকী, জেলা ওলামা লীগের সহ সভাপতি অ্যাডভোকেট আবুল আজাদ, বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন খান, ইংল্যান্ড প্রবাসী ব্যারিস্টার এনামুল হক, শিল্পপতি আমজাদ হোসেন ফনিক্স, ইংল্যান্ড প্রবাসী ড. শাহ নেওয়াজ, আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতা বিধান কৃষ্ণ দাস সরকার, মধ্যপ্রাচ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা রাখাল চন্দ্র গোপ, সাবেক সাংসদ শরীফ উদ্দিনের দুই ছেলে আমেরিকা প্রবাসী মিনহাজ উদ্দিন শরীফ রাসেল ও ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ময়েজ উদ্দিন শরীফ রুয়েল।
No comments:
Post a Comment