ওয়েলসে সেরা রেস্টুরেন্ট হিসেবে দ্বিতীয়বার এশিয়ান কারি অ্যাওয়ার্ড পেলো শীশমহল
লন্ডন প্রতিনিধি : সেরা এশিয়ান রেস্টুরেন্ট হিসেবে ওয়েলসের নেনেসলির শীশমহল রেস্টুরেন্ট আবারো পুরস্কৃত হলো। ১৭ নভেম্বর লন্ডনের পাঁচতারকা গজভারনার হাউসের দি গ্রেটরুমে অনুষ্ঠিত তৃতীয় এশিয়ান কারি অ্যাওয়ার্ডে রিজিওন সেরা রেস্টুরেন্ট হিসেবে এই প্রতিষ্ঠানটিকে দ্বিতীয়বারের মতো অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
সুস্বাদু খাবার, উন্নত মানের পরিবেশনা ও অভিজাত রেস্টুরেন্ট হিসেবে পরিচিত এই প্রতিষ্ঠানটি ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডসহ ২০০৮ ও ২০১১ সালে আয়োজিত ওয়েলস কারি হাউস অব দি ইয়ার অ্যাওয়ার্ড লাভ করে।
সিলেটের বিশ্বনাথ উপজেলার বর্লভপুরের অধিবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা মনোহর আলী ১৯৯১সালে ওয়েলসের নেনেসলি শহরে এই রেস্টুরেন্টটি প্রতিষ্ঠা করেন।
তিনি প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, এই কৃতিত্বের দাবিদার রেস্টুরেটে ম্যানেজার সুহেল আহমদ, দক্ষ স্টাফ এবং ক্রেতারা। তাদের জন্যেই এই সফলতা এসেছে।
মনোহর আলী স্থানীয় কাউন্সিলার, স্থায়ী কাস্টমার, স্টাফ ও পরিবারের সদস্যদের সাথে নিয়ে অ্যাওয়ার্ড গ্রহণ করতে উপস্থিত হয়েছিলেন। তার হাতে অ্যাওয়ার্ড তুলে দেন রাইট অনারেবল টমব্রেক এমপি ও এফওবিসির চেয়ারম্যান ইয়াওর খান।
ফেডারেশর অব বাংলাদেশী ক্যাটারার্স, মালয়েশিয়ান রেস্টুরেন্ট এসোসিয়েশন ও চায়নিজ রেস্টুরেন্ট এসোসিয়েশন আয়োজিত তৃতীয় এশিয়ান কারি অ্যাওয়ার্ডে ২১টি ক্যাটাগরিতে এ বছর ৫০টি অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাইট অনারেবল এ্যারিক পিক্যাল এমপি। বিশেষ অতিথি ছিলেন রাইট অনারেবল টমব্রেক এমপি।
No comments:
Post a Comment