চলমান রাজনৈতিক সঙ্কট দূর করতে এক সঙ্গে বৈঠকে বসেছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, প্রধান বিরোদী দল বিএনপি, মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টি, ১৮ দলীয় জোটের শরিক জামায়াতে ইসলামীর নেতারা। বারিধারায় মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনার বাসায় এ বৈঠক চলছে। রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় এ বৈঠক শুরু হয়েছে। আওয়ামী লীগের পক্ষে বৈঠকে উপস্থিত আছেন উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান, মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপটেন (অব.) এ বি এম তাজুল ইসলাম, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী, উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী, শাহরীয়ার আলম। বিএনপির পক্ষে স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, ভাইস চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, ওসমান ফারুক। জাতীয় পার্টির পক্ষে দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment