রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা ফারুক চৌধুরী
বিশেষ প্রতিবেদক : রাষ্ট্রীয় মর্যাদায় মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি ফারুক চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে।
শনিবার ২৩ নভেম্বর বিকেলে সিলেটের কামাল বাজারস্থ আক্তার ওয়াদুদ কিন্ডার গার্টেনের মাঠে নামাজে জানাজা শেষে তার মরদেহ বিশ্বনাথ উপজেলার নভাগী গ্রামে পারিবারিক গোরস্তানে সমাহিত করা হয়।
এসময় সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী ও জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে মরহুমের মরদেহে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
নামাজে জানাজার আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও মরহুমের বড়ভাই যুক্তরাজ্য প্রবাসী আনা চৌধুরী।
নামাজে জানাজায় কামাল বাজার আলিম মাদ্রাসার অধ্যক্ষ মুফতি একেএম মনওয়ার আলী ইমামতি করেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আ ন ম শফিকুল হক, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট শাহ ফরিদ আহমদ, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, বালাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, মুক্তিযোদ্ধা আব্দুল খালিক প্রমুখ।
No comments:
Post a Comment