সিলেটে মহান বিজয় দিবস উপলক্ষে তিনদিনের কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসন
নিজস্ব প্রতিবেদক : মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট জেলা প্রশাসন তিনদিন ব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। সোমবার ১৮ নভেম্বর দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় এ কর্মসূচি চূড়ান্ত করা হয়।
প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এনামুল হাবীব। আলোচনায় অংশ নেন মুক্তিযুদ্ধের সংগঠক জেলা ন্যাপ সভাপতি সৈয়দ আব্দুল হান্নান, মুক্তিযোদ্ধা অ্যাডভেকেট মুজিবুর রহমান চৌধুরী, মুক্তিযোদ্ধা আব্দুল বাছিত, মুক্তিযোদ্ধা ছাদ উদ্দিন, কলামিস্ট আফতাব চৌধুরী, প্রেসক্লাব ফাউন্ডেশন ও ইমজা সভাপতি আল-আজাদ, ডিস্ট্রিক্ট ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মাহিউদ্দিন সেলিম, জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফেরদৌস চৌধুরী রুহেল, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাজিয়া বেগম, শিশু একাডেমির জেলা সংগঠক মাহবুবুজ্জামান চৌধুরী, জেলা শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক কর্মকর্তা অসিত বরণ দাসগুপ্ত প্রমুখ।
সভায় ১৫ ডিসেম্বর শিশুদের জন্যে চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, ১৬ ডিসেম্বর দিনব্যাপী অনুষ্ঠান ও ১৭ ডিসেম্বর জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে সাংস্কৃতিক সন্ধ্যার কর্মসূচি গ্রহণ করে মূল প্রস্তুতি পরিষদ ও বিভিন্ন উপ পরিষদ গঠন করা হয়।
No comments:
Post a Comment