লোহাগড়ায় বাকিতে চাল না দেয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম ॥ দোকানে ধর্মঘট পালন
নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার বড়দিয়া নৌ-বন্দর বাজারে বাকিতে চাল না দেয়ায় চাল ব্যবসায়ী ভবতোষ ভৌমিককে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে।
এ ঘটনার প্রতিবাদে বুধবার ২০ নভেম্বর সকাল থেকে বেলা ২টা পর্যন্ত বড়দিয়া বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।
ব্যবসায়ীরা জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে মঙ্গলপুর গ্রামের মোসলেম মোল্লার ছেলে ধলা মোল্লা ভবতোষ ভৌমিকের কাছে বাকিতে চাল দাবি করে। তিনি এতে রাজি না হওয়ায় ধলা মোল্লা ও তার লোকজন ধারালো অস্ত্র দিয়ে ভবতোষ ভৌমিককে কুপিয়ে গুরুতর জখম করে।
তাকে প্রথমে কালিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবনতি হলে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আরো উন্নত চিকিৎসার জন্য বুধবার ভোরে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশ দোষীদের গ্রেফতারের আশ্বাস দিলে ব্যবসায়ীরা বেলা ২টা থেকে ধর্মঘট প্রত্যাহার করে নেন।
No comments:
Post a Comment