দেশে সুখ শান্তি সমৃদ্ধির ধারা অব্যাহত রাখতে আবারো নৌকায় ভোট চাইলেন অর্থমন্ত্রী

Friday, November 22, 2013

দেশে সুখ শান্তি সমৃদ্ধির ধারা অব্যাহত রাখতে আবারো নৌকায় ভোট চাইলেন অর্থমন্ত্রী


বাসস : অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত দেশে সুখ, শান্তি ও সমৃদ্ধির ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন।


তিনি বলেছেন, জনগণের হাতে ভোটের অস্ত্র। এই অস্ত্রটির সঠিক ব্যবহার করতে হবে।


altশুক্রবার ২২ নভেম্বর সন্ধ্যায় প্রায় ৫৫ লাখ টাকা ব্যয়ে পশ্চিম সদর উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন শেষে এক জনসভায় আবুল মাল আব্দুল মুহিত বক্তব্য রাখছিলেন।


এর আগে বিকেল ৩টায় বিমানযোগে তিনি সিলেট এসে পৌঁছেন। এরপর সিলেট সদর উপজেলার আউশা মাদ্রাসা প্রাঙ্গণে আউশা, ধনপুর, গোবিন্দপুর ও মীরপুর নতুন বিদ্যুৎ সংযোগ লাইন এবং আউশা মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন করেন।


উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার সাথে সাথে বিশ্ব অর্থনীতির মন্দা থেকে বাংলাদেশকে উদ্ধারের চেষ্টা চালায়। এটাকে অন্যতম চ্যালেঞ্জ হিসেবে নিয়ে সরকার সাফল্যের সাথে মন্দা মোকাবেলা করে।


তিনি উল্লেখ করেন, বাংলাদেশ উন্নয়নে রোল মডেল ও সমৃদ্ধ দেশ হিসেবে পরিচিতি পেয়েছে।


তিনি বলেন, আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার গ্রাম ও মানুষের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসে। সেই প্রতিশ্রুতি যথাযথভাবে বাস্তবায়ন করেছে।


স্কুল-মাদ্রাসার আধুনিকায়নে মহাজোট সরকারের অবদানের কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, মাদ্রাসা শিক্ষাকে এগিয়ে নিতে সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এজন্য সংসদে পাশ হয়েছে আরবি বিশ্ববিদ্যালয় আইন। আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখেন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License