এরশাদের ছবি নিয়ে বিএনপির আচরণের প্রতিবাদে মহিলা পার্টি ও ছাত্র সমাজের বিক্ষোভ
বিশেষ প্রতিবেদক : সিলেটে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ. এম এরশাদের বিরুদ্ধে ঝাড়– মিছিল ও তার প্রতি বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের 'কুরুচিপূর্ণ' আচরণের প্রতিবাদে জাতীয় মহিলা পার্টি ও ছাত্রসমাজ পাল্টা ঝাড়– মিছিল করেছে।
মঙ্গলবার ১৯ নভেম্বর রাতে মহানগরীর সুরমা মার্কেট পয়েন্ট থেকে ঝাড়– মিছিলটি বের করা হয়। মহিলা পার্টি সিলেট মহানগর শাখা সভাপতি শিউলী আক্তার ও মহানগর ছাত্র সমাজের আহবায়ক হেলাল আহমদ তালুকদার মিছিলে নেতৃত্ব দেন।
পরে কোর্ট পয়েন্টে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তারা বিএনপির নেতাকর্মীদের এমন অচরণের তীব্র প্রতিবাদ জানান। এতে বক্তব্য রাখেন মহানগর মহিলা পার্টির সাধারণ সম্পাদক দিলারা বেগম, মহানগর ছাত্র সমাজের যুগ্ম আহবায়ক মো. জাকির হোসেন, ইমরান আহমদ, জেলা ছাত্র সমাজের সদস্য সচিব বেলাল উদ্দিন প্রমুখ।
সমাবেশ শেষে নেতাকর্মীরা কোর্ট পয়েন্টে এইচ. এম এরশাদের একটি ছবি টানিয়ে রাখেন।
এদিকে সিলেট জেলা জাতীয় পার্টির সহ সভাপতি আব্দুস শহীদ লস্কর বশির, সাধারণ সম্পাদক সৈয়দ আবুল কাশেম মন্টু ও সাংগঠনিক সম্পাদক ফয়েজ আহমদ রুবেল এক বিবৃতিতে বিএনপির নেতাকর্মীদের এ ধরনের আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তারা ভবিষ্যতে এমন আচরণের মাধ্যমে সিলেটের রাজনৈতিক অঙ্গনকে কলুষিত না করারও আহবান জানান।
No comments:
Post a Comment