আমাদের সিলেট ডটকম:
বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও পরিবহন শ্রমিক নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাসের মুক্তির দাবিতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকে সারাদেশের ন্যায় সিলেটেও পরিবহন ধর্মঘট পালিত হয়।
বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুরু হওয়া এই ধর্মঘট চলবে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত।
পরিবহন ধর্মঘটের কারণে সিলেট থেকে দূরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি। সিলেট শহরেও ঢুকতে পারেনি কোন বাস। পরিবহন শ্রমিকরা সিলেট-ঢাকা মহাসড়কের চন্ডিপুলে সংবাদপত্রবাহী গাড়িসহ ৫টি গাড়ি ভাঙচুর করেছেন। ধর্মঘটের কারণে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সিলেটের পরিবহন শ্রমিকরা সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার চন্ডিপুলে অবস্থান নেন। সেখানে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এসময় তারা সংবাদপত্রবাহী মাইক্রো-বাসসহ অন্তত ৫টি গাড়ি ভাঙচুর করেন।
ধর্মঘটের কারণে সিলেট থেকে কোন বাস ছেড়ে যায়নি। দেশের অন্য কোথাও থেকে সিলেটেও গাড়ি ঢুকতে পারেনি। ফলে যাত্রীদেরকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেকে বাস কাউন্টারে গিয়ে ধর্মঘটের কথা জানতে পেরে ফিরে আসতে দেখা গেছে।
শিমুল বিশ্বাসের মুক্তির দাবিতে সারাদেশের ন্যায় সিলেটেও পরিবহন ধর্মঘট পালিত
Thursday, November 21, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment