এখন থেকে মহাজোট সরকারের সকল সদস্যকে প্রতিহত করা হবে : সামসুজ্জামান
নিজস্ব প্রতিবেদক : 'জাতির সঙ্গে প্রতারণা করে তথাকথিত সর্বদলীয় সরকারে' জাতীয় পার্টির অংশগ্রহণের প্রতিবাদে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও মহিলা দল মহানগরীতে মঙ্গলবার ১৯ নভেম্বর দুপুরে ঝাড়– মিছিল করে।
ঝাড়– মিছিলটি মহনগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে এক সমাবেশে মিলিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ সভাপতি ও জেলা আহবায়ক অ্যাডভোকেট সামসুজ্জামান জামান সাবেক রাষ্ট্রপতি এইচ. এম এরশাদকে জাতীয় বেঈমান বলে আখ্যায়িত করেন।
তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন তথাকথিত সর্বদলীয় সরকার মহাজোট সরকারের পুনর্গঠন মাত্র। সর্বদলীয় সরকারের নামে শেখ হাসিনা একটি তামাসার সরকার গঠন করেছেন। দেশ ও জাতি এই সরকারকে ঘৃণাভরে প্রত্যাখান করেছে। এখন থেকে মহাজোট সরকারের সকল সদস্যকে প্রতিহত করা হবে।
জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সিটি কাউন্সিলর সালেহা কবির সেপীর সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ মুক্তা বেগমের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম ও জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক নাজিম উদ্দিন লস্কর। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক মতিউল বারী চৌধুরী খুর্শেদ, সিটি কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, মহিলা দল নেতা রুবি বেগম, আসমা-উল-হাসনা খান, ছাত্রদল নেতা তারেক আহমদ, আজিজুল হোসেন আজিজ, সিটি কাউন্সিলর দিবা রানী দে বাবলী, আমেনা বেগম রুমি, মিলি বেগম, পলি আক্তার, আম্বিয়া বেগম, পাপিয়া সুলতানা পিয়ারা, ফাতেমা আহমেদ, আছিয়া বেগম, রিতা আক্তার প্রমুখ।
বক্তারা বিএনপি নেতা এম. ইলিয়াস আলীকে ফিরিয়ে দেয়ার দাবি জানান।
No comments:
Post a Comment