মানবজমিন,ঢাকা: প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করতে ১৮ দলের ২০ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে বঙ্গভবনে গিয়েছেন বিরোধী নেতা খালেদা জিয়া। আজ বিকাল সোয়া ৫টায় তিনি গুলশানের বাসভবন থেকে রওনা হন। ৫ টা ৪০ মিনিটে বঙ্গভবনের ফটকে পৌঁছান। দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার নিয়ে সৃষ্ট জটিলতার নিরসনে প্রেসিডেন্টর হস্তক্ষেপ চাইতে পারেন বিরোধী নেতা। এ বিষয়ে প্রেসিডেন্টকে সুনির্দিষ্ট প্রস্তাবনাও দিতে পারেন খালেদা জিয়া। উল্লেখ্য, গতকাল বিকালে বঙ্গভবনে সর্বদলীয় সরকারের মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পড়ান প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ। এর পরপরই প্রেসিডেন্টের সাক্ষাৎ চেয়ে একটি চিঠি পাঠান বিরোধী নেতা। ওই চিঠির পরিপ্রেক্ষিতে আজ সন্ধ্যা সাড়ে ৬টায় বিরোধী নেতাকে সাক্ষাতের সময় দেন প্রেসিডেন্ট।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment