নতুন বার্তা,ঢাকা: নানা নাটকীয়তার পর এবার জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সর্বদলীয় সরকার ও নির্বাচনে যাওয়ার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি প্রধান বিরোধী দল বিএনপিকেও সর্বদলীয় সরকারে যোগ দিয়ে নির্বাচনে আসার আহ্বান জানিয়েছেন সাবেক এই রাষ্ট্রপতি।
সোমবার সকালে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এরশাদ এ ঘোষণা দেন।
এরশাদ জানান এখন থেকে তার দল আর মহাজোটে নেই।
এরশাদ বলেন, “আমরা নির্বাচনে যাবো। নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের কোনো উপায় নেই।”
পরিবেশ নষ্ট করলে জাতীয় পার্টি নির্বাচন বয়কট করবে বলেও জানান জাপা চেয়ারম্যান।
প্রসঙ্গত, এরশাদ এর আগে বিভিন্ন বার বলেছেন, বিএনপি ছাড়া তিনি নির্বাচনে যাবেন না। তিনি ‘বেঈমান’ হয়ে মরতে চান না। বিএনপি ছাড়া নির্বাচনে গেলে তাকে জনগণ থুথু দেবে বলেও মন্তব্য করেন এরশাদ।
No comments:
Post a Comment