নতুন বার্তা,ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে ভারতের কুচবিহার থেকে আসা লোক উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “এরশাদ কখন কী বলছেন না বলছেন এর ঠিক নেই। তার মধ্যে দেশপ্রেম নেই। তিনি সামঞ্জস্যহীন ও অনৈতিক লোক। তার এ ধরনের বক্তব্যের বিষয়ে বিএনপির কোনো প্রতিক্রিয়া নেই।”
সোমবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সর্বদলীয় সরকারে বিএনপিকে যোগ দিতে এরশাদের আহ্বানের বিষয়ে রিজভী এসব কথা বলেন।
প্রসঙ্গত, অনেক নাটকীয়তার পর সোমবার সকালে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সর্বদলীয় সরকার ও নির্বাচনে যাওয়ার ঘোষণা দেন। একইসঙ্গে প্রধান বিরোধী দল বিএনপিকেও সর্বদলীয় সরকারে যোগ দিয়ে নির্বাচনে আসার আহ্বান জানান তিনি।
এরশাদ সম্পর্কে রিজভী বলেন, “যিনি সকালে একটা বলেন, বিকেলে আবার সেটা পাল্টে দেন তার মতো এমন দ্বিচারিতা নেতার কথায় কিছু যায় আসে না।”
রিজভী বলেন, “সর্বদলীয় সরকারের বিষয়ে আমাদের কিছু বলার নেই। কারণ আমাদের দাবি নির্বাচনকালীন নির্দলীয় সরকার। বিএনপি শেষ মুহূর্ত পর্যন্ত সংলাপের অপেক্ষায় থাকবে।”
‘সরকার বিরোধী দলের প্রতি দমননীতি গ্রহণ করছে’ এমন অভিযোগ করে রিজভী বলেন, “ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবকে পুলিশ আটক করে কোথায় নিয়ে গেছে তার হদিস জানতে চাই। স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সরাফত আলী সপু পুলিশের নির্যাতনে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।” তার উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু হাসপাতালে স্থানান্তরেরও দাবি জানান রিজভী।
No comments:
Post a Comment