হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আমীর আল্লামা শাহ আহমদ শফীর সাথে বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার ছবির ব্যঙ্গ চিত্র সম্বিলিত পোস্টার নগরী বিভিন্ন স্থানে সাঁটানোর প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার বাদ এশা বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মুসল্লীরা এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সিটি পয়েন্টে এক পথ সভায় মিলিত হয়।
সিলেট মহানগর হেফাজতে ইসলামের সহ-সভাপতি মাওলানা আসরারুল হক এর সভাপতিত্বে ও এম. বেলাল আহমদ চৌধুরীর পরিচালনায় মিছিল পরবর্তী পথ সভায় বক্তারা বলেন, একটি কুচক্রীমহল দীর্ঘ দিন থেকে এদেশের আলিম সমাজের অভিভাবক আল্লাম আহমদ শফীর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাঁর বিরুদ্ধে একের পর এক কুৎসা রটনা করে যাচ্ছে। যা এদেশের ধর্মপ্রাণ মুসলমানদের কলিজায় আঘাত দিয়েছে। বক্তারা অবিলম্বে আল্লামা শফিকে নিয়ে সকল অপপ্রচার বন্ধ ও ব্যাঙ্গ চিত্র তৈরী ও সাটানোর সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মাওলানা জাহিদ আহমদ, মহানগর হেফাজতের অন্যতম নেতা মাওলানা সাইফুর রহমান, মাওলানা আছলাম রহমানী, মাওলানা ছদরুল আমীন, বিশিষ্ট আলিম মাওলানা নিজাম উদ্দিন, মাওলানা আব্দুর রহমান, মাওলানা সালেহ আহমদ শাহবাগী, হাফিজ আমিনুল ইসলাম, কাওছার আহমদ, আব্দুল্লাহ আল মামুন খান, মাওলানা হাবিব আহমদ, মাওলানা আব্দুল মুহিত মুরাদ, হাফিজ শাব্বির আহমদ রাজী, মাওলানা আতিক নগরী, মাহাদী হাসান মিনহাজ, আবু সুফিয়ান, হাফিজ কবির আহমদ, মাওলানা ফরিদ উদ্দিন, ব্যবসায়ী আলাউদ্দিন, আলী আহমদ প্রমুখ।
আল্লামা শফীর ব্যাঙ্গ চিত্রের প্রতিবাদে আজ বাদ জুম্মা বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করা হবে। মিছিলে সিলেটের তৌহিদী জনতাকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন মহানগর হেফাজত নেতা মাওলানা সালেহ আহমদ শাহবাগী।
আল্লামা শফীকে নিয়ে ব্যঙ্গ চিত্র করায় নগরীতে মুসল্লীদের মিছিল সমাবেশ
Friday, November 22, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment