হুমায়ুন রশীদ চত্বর ও মোগলাবাজারে পরিবহণ শ্রমিকদের সড়ক অবরোধ যানজটে চরম দুর্ভোগ

Tuesday, November 19, 2013

লেগুনা ও অটো টেম্পোতে যাত্রী পরিবহনকে কেন্দ্র করে নগরীর দক্ষিণ সুরমার হুমায়ূন রশীদ চত্বরে মঙ্গলবার সড়ক অবরোধ করে বাস শ্রমিকরা। প্রায় ৩ ঘন্টা স্থায়ী এ অবরোধে হুমায়নু রশিদ চত্বরসহ পুরো নগরীতে যানজট ছড়িয়ে পড়ে। ফলে, জনসাধারণকে পোহাতে হয় চরম দুর্ভোগ। পরিবহণ শ্রমিকরা বেপরোয়াভাবে সড়ক অবরোধ করলেও তা অপসারণ করতে প্রায় ৩ ঘন্টা সময় ক্ষেপন করে পুলিশ প্রশাসন।

জানা যায়, সকাল ১০টায় ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা সেতুর দক্ষিণ মোড়ে লেগুনা টেম্পু চালকদের যাত্রী পরিবহনে মিনিবাস শ্রমিকরা বাধা সৃষ্টি করে এবং লেগুনা টেম্পো দিয়ে ফেঞ্চুগঞ্জ থানা রোড থেকে যাত্রী পরিবহন না করার জন্য মিনিবাস শ্রমিকরা বাধা দেয়। এ খবর পেয়ে কটালপুর লেগুনা (হিউম্যান হলার) শ্রমিকরা কয়েকটি বাস আটকে রাখে এবং সড়ক অবরোধ করে। এ খবর কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালে ছড়িয়ে পড়লে মিনিবাস শ্রমিকরা উত্তেজিত হয়ে গতকাল বেলা ১১টায় হুমায়ুন রশিদ চত্বরে এলোপাথাড়ি বাস রেখে সড়ক অবরোধ করে রাখে। হুমায়ুন রশিদ চত্বরের সড়ক অবরোধের কথা মোগলাবাজারে পৌছিলে লেগুনা টেম্পোর শ্রমিকরা মোগলাবাজার ত্রিমুখীতে টেম্পো লেগুনা সড়কে রেখে সড়ক অবরোধ করে রাখে।

খবর পেয়ে দক্ষিণ সুরমার ওসি রঞ্জন সামন্ত হুমায়ুন রশীদ চত্বরে এবং মোগলাবাজার থানার ওসি মাহবুবুর রহমান মোগলাবাজার ত্রিমুখীতে পৌছে মিনিবাস শ্রমিক নেতা তেরা মিয়া, লেগুনা শ্রমিক নেতা মইন উদ্দিন, শামীম আহমদ, সাহেদ আহমদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের হস-ক্ষেপে দীর্ঘ আড়াই ঘন্টা আলাপ-আলোচনার পর শ্রমিকরা বেলা দেড়টায় সড়ক অবরোধ প্রত্যাহার করে। পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। সড়ক অবরোধের কারণে সড়কের দুইদিকে অসংখ্য যানবাহন আটকা পড়ে। এতে যাত্রী সাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হয়।

প্রসঙ্গত: সামপ্রতিক সময়ে যে কোন অজুহাতে নগরীর হুমায়ুন রশিদ চত্বরে আড়াআড়ি বাস ট্রাক ফেলে সড়ক অবরোধ করে পরিবহণ শ্রমিকরা। সদ্য অতীতে একাধিকবার এ ঘটনা ঘটিয়েছে তারা। নিজেদের দাবী আদায়ে জনগণকে জিম্মি করার এ ঘটনায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসীসহ সর্বস-রের জনসাধারণ।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License