তারেক রহমানের বেকসুর খালাসে দেশজুড়ে বিএনপি পরিবারের দিনভর আনন্দ-উল্লাস
নিজস্ব প্রতিবেদক : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার বড়ছেলে তারেক রহমান অর্থ পাচার মামলা থেকে বেকসুর খালাস পাওয়ায় বিএনপি পরিবার সারাদেশে আনন্দ-উল্লাস করেছে।
রবিবার ১৭ নভেম্বর দুপুরে ঢাকার তৃতীয় বিশেষ জজ মো. মোতাহার হোসেন ২০ কোটি টাকা বিদেশ পাচারের মামলায় তারেক রহমানকে বেকসুর খালাস দেন। তবে আদালত তারেক রহমানের ব্যবসায়ী অংশীদার গিয়াস উদ্দিন আল মামুনকে ৭ বছর কারাদণ্ড ও ৪০ কোটি টাকা জরিমানা করে। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা এ মামলা প্রায় ৪ বছর ধরে চলার পর রায় ঘোষণা করা হলো।
এই রায় ছিল বিএনপি পরিবারের কাছে অপ্রত্যাশিত। শনিবারও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কয়েকজন নেতা তারেক রহমানকে চক্রান্ত করে সাজা দেয়া হবে বলে মন্তব্য করেন। তাই দেশের সর্বত্রই বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো প্রতিবাদের প্রস্তুতি নিয়ে রাখে। সাধারণ মানুষও সংঘাত-সংঘর্ষ-ভাংচুরের আশংকা করছিলেন; কিন্তু শেষপর্যন্ত বিএনপি পরিবারকে সিলেটসহ সারাদেশে আনন্দ মিছিল নিয়ে রাজপথে নামতে দেখা যায়। অকৃপণ হাতে চলে মিষ্টি বিতরণ। পুরোদিনই রাজপথে আনন্দ-উল্লাস চলতে থাকে।
সিলেট মহানগরীতে বিএনপি, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে আনন্দ মিছিল, সমাবেশ ও মিষ্টি বিতরণ করা হয়। আম্বরখানায় জেলা যুবদলের সভাপতি আব্দুল মন্নানের সভাপতিত্বে ও মহানগর বিএনপি নেতা মিফতাহ সিদ্দিকীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, মহানগর বিএনপি নেতা আব্দুল আজিজ, শামীম মজুমদার, এজহারুল হক চৌধুরী মন্টু, আমিনুর রহমান, খোকন আলী আহমদ হীরা, দেলোয়ার হোসেন দিলু, হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
No comments:
Post a Comment