হবিগঞ্জের মাধবপুরে বাস চাপায় কলেজ ছাত্র নিহতের ঘটনায় বিক্ষোব্ধ ছাত্ররা ঢাকা-সিলেট মহাসড়ক বৃহষ্পতিবার দুপুরে প্রায় ২ ঘন্টা অবরুদ্ধ করে বিচারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় বিক্ষুব্ধ ছাত্ররা দুটি কলেজ বাস ভাংচুর করে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অমল কুমার ধরের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস’লে পৌঁছে কলেজ কর্তৃপক্ষ ছাত্রদের সঙ্গে বৈঠক করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাসে ছাত্ররা অবরোধ প্রত্যাহার করে নিলে প্রায় ২ ঘন্টা পর ঢাকা-সিলেট মহাসড়কে দুপুর ২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর ১২ টার দিকে মাধবপুর সৈয়দ সঈদ উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ইমরান মিয়া কলেজ বাসে উঠার সময় চালক হঠাৎ ব্রেক করলে ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস’লেই মারা যায়। এ সময় চালক ও হেলপার ছাত্রদের রোষানল থেকে বাঁচতে পালিয়ে যায়। এ ঘটনার পর পরই কলেজের শত শত বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে দোষিদের শাসি-র দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কের দু পাশে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। বিক্ষুব্ধ ছাত্ররা কলেজের দুটি বাস ভাংচুর করে। পরে পুলিশ, শিক্ষক, ছাত্রদের নিয়ে যৌথ বৈঠকে বিনা ময়নাতদন্তের শর্তে লাশ হস্তান্তর ও দোষিদের শাস্তি ও ক্ষতিপুরনের আশ্বাস দিলে বিক্ষুদ্ধ ছাত্ররা অবরোধ প্রত্যাহার করে নেয়। নিহত ইমরান পার্শ্ববর্তী নাসির নগর উপজেলার খান্দুরা গ্রামের নাদিম মিয়ার পুত্র। তার মৃত্যুতে কলেজ কর্তৃপক্ষ কলেজ ৩ দিনের ছুটি ঘোষনা করে। ছেলের মৃত্যুর খবর পেয়ে তার বাবা, দাদা আহাজারিতে কলেজ ক্যাম্পসে এক হৃদয় বিদায়ক দৃশ্যের অবতারণার হয়। পরে পরিসি’তি শান- হলে নিহতের পরিবারের নিকট লাশ হস্তান্তর করে।
মাধবপুরে বাস চাপায় কলেজ ছাত্র নিহত বিক্ষোভ, মহাসড়ক অবরোধ, গাড়ি ভাংচুর
Friday, November 22, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment