প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করতে ১৮ দলের ২০ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে বঙ্গভবনে গেছেন বিরোধী নেতা খালেদা জিয়া। কিন্তু নির্ধারিত সময়ের আগে চলে আসায় বঙ্গভবনের ফটকে ৪০ মিনিট খালেদা জিয়ার গাড়িবহর অপেক্ষা করেন। সন্ধ্যা সোয়া ৬টায় বঙ্গভবনে প্রবেশ করেন তিনি। তবে ১৮ দলের নেতারা আগেই বঙ্গভবনে প্রবেশ করেন। এরপর সাড়ে ৬টায় বৈঠকটি শুরু হয়ে সন্ধ্যা ৭টায় শেষ হয়। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, যানজটের জন্য একটু আগেভাবেই খালেদা জিয়া তার গুলশানের বাসভবন থেকে রওনা হন। নির্ধারিত সময়ের আগে চলে আসায় বঙ্গভবনের ফটকে অপেক্ষা করেন তিনি।
বেগম খালেদা জিয়াসহ ১৮ দলীয় জোটের ২১ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন- বিএনপির পক্ষে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আ স ম হান্নান শাহ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, জামায়াতের এম শামসুল ইসলাম, একে নাজির আহমেদ, এলডিপির কর্নেল (অব.) অলি আহমেদ, বাংলাদেশ জাতীয় পার্টির আন্দালিব রহমান পার্থ, ইসলামী ঐক্যজোটের আব্দুল লতিফ নেজামী, জাগপার শফিউল আলম প্রধান, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম, এনডিপির গোলাম মূর্তজা, বাংলাদেশ ন্যাপের জেবেল রহমান গানি, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, এনপিপির শেখ শওকত হোসেন নিলু, খেলাফত মজলিসের আমির মাওলানা ইসহাক। এছাড়া চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, ব্যক্তিগত ফটোগ্রাফার নুরুদ্দিন আহমেদ নুরু।
No comments:
Post a Comment