আমাদের সিলেট ডটকমঃ
নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে চলমান আন্দোলনকে আরো কঠোর করার পরিকল্পনা নিচ্ছে বিরোধীদলীয় জোট। তবে সঙ্কট নিরসনে রাষ্ট্রপতি কী উদ্যোগ নেন তা দেখার জন্য বিরোধীরা আগামী রবিবার পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু গতকাল বুধবার রাতে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর ভাষণ ও নবম সংসদের অধিবেশনের সমাপ্তির পর বিরোধীদরয় জোটের ধারণা, সরকার সঙ্কট সমাধানে আলোচনা বা সমঝোতার সব পথ বন্ধ করে দিয়েছে। এ অবস্থায় বিরোধীদলীয় জোট আন্দোলনের বিকল্প দেখছে না। বিরোধীদলীয় জোট সংশ্লিষ্ট একাধিক সূত্র মতে, রাষ্ট্রপতির মাধ্যমে বিদ্যমান রাজনৈতিক সঙ্কট সমাধান না হলে আগামী সোমবার থেকে বিরোধীদলীয় জোট আবারো ৩/৪ দিনের টানা হরতাল বা অবরোধের মতো কর্মসূচিতে যাওয়ার বিষয়টি বিবেচনা করছে। আগামী রবিবার পর্যন্ত বিরোধীদলীয় জোটের নিজস্ব কিছু কর্মসূচি রয়েছে। এ কারণে ওই দিন পর্যন্ত রাষ্ট্রপতি কোনো উদ্যোগ নেন কিনা সেজন্য অপেক্ষা করা হবে। এর মধ্যে দৃশ্যমান কোনো উদ্যোগ নেয়া হলে বিরোধীদলীয় জোট সোমবার থেকে হরতালের মতো কোনো কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত থেকে সরে আসবে। তবে ধারণা করা হচ্ছে বিরোধীদলীয় জোটের নেতাদের ধারণা, সামনে আন্দোলন ছাড়া বিকল্প নেই। কারণ গতকাল রাতে সংসদে প্রধানমন্ত্রী বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচন পর্যন্ত তাকে সরকার প্রধানের দায়িত্ব পালনের কথা বলেছেন। এতে স্পষ্ট হয়ে যাচ্ছে বিদ্যমান রাজনৈতিক সঙ্কট সমাধানের তেমন কোনো আশা নেই। এ পরিস্থিতিতে শিগগিরই বিএনপি বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া জোটের শীর্ষ নেতাদের সাথে বৈঠক করবেন। এরপরই চূড়ান্ত হবে দলীয় অবস্থান।
রবিবারের পর সময় দিতে রাজি নয় বিরোধীজোট
Thursday, November 21, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment