মাধবপুরে অপহরণের ২১ দিন পর মাদ্রাসাছাত্রী উদ্ধার

Wednesday, November 20, 2013

মাধবপুর উপজেলার হরষপুর মাদ্রাসার ছাত্রী ইপি আক্তার (১৪) কে অপহরণের ২১ দিন পর পুলিশ হবিগঞ্জ শহর থেকে উদ্ধার করেছে। গোপন সূত্রে খবর পেয়ে মাধবপুর থানার এসআই কামাল হোসেন হবিগঞ্জ সদর হাসপাতালের সামনে থেকে বুধবার সকালে তাকে উদ্ধার করেন।


পুলিশ সূত্রে জানা যায়Ñউপজেলার চক রাজেন্দ্রপুর গ্রামের নাসির মিয়া চৌধুরীর কন্যা, হরষপুর মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ইপি আক্তার গত ৩০ অক্টোবর বাড়ি থেকে মাদ্রাসায় যাবার পথে চক রাজেন্দ্রপুর সমজিদের ইমাম ২ সন্তানের জনক শামীম মিয়া তার দলবল নিয়ে ইপিকে অপহরণ করে নিয়ে যায়। এ ব্যাপারে ভিকটিমের পিতা নাসির মিয়া চৌধুরী ৮ নভেম্বর মাধবপুর থানায় শামীমসহ তার ৪ সহযোগীর বিরুদ্ধেমামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে পুলিশ ভিকটিম উদ্ধারে তৎপর হয়। এসআই কামাল হোসেন জানান, গতকাল বুধবার ভিকটিমকে উদ্ধারের পর হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে মেডিকেল পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License