খালেদার সঙ্গে যারা যাচ্ছেন বঙ্গভবনে

Tuesday, November 19, 2013




নতুন বার্তা,ঢাকা: রাজনৈতিক সংকট নিরসনের লক্ষে মঙ্গলবার সন্ধ্যা ৬টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন ১৮ দলের ২০ সদস্যের একটি প্রতিনিধি দল। এ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া।

সোমবার রাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দলের সিনিয়র নেতাদের সঙ্গে এক অনির্ধারিত বৈঠক করেন। বৈঠক শেষে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংক্ষিপ্ত সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন।


বিএনপি সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারপারসন ছাড়া আরো থাকবেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ড. খন্দকার মোশাররফ হোসেন ও সাবেক সেনাপ্রধান লে. জেনারেল অব. মাহবুবুর রহমানসহ স্থায়ী কমিটির সাতজন সদস্য প্রতিনিধি দলে থাকবেন বলে জানা গেছে।


জামায়াতে ইসলামীর সূত্রে জানা গেছে, জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক একেএম নাজির আহমেদ ও সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আবদুর রাজ্জাক থাকবেন ওই প্রতিনিধি দলে।


১৮ দলের শরিকদের মধ্যে থাকবেন এলডিপি চেয়ারম্যান কর্নেল অব. অলি আহমেদ, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়রম্যান মেজর জেনারেল অব. সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম বীরপ্রতীক, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান, ন্যাশনাল পিপলস পার্টির সভাপতি শেখ শওকত হোসেন নিলু, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির সভাপতি গোলাম মোর্ত্তজা, বাংলাদেশ ন্যাপের সভাপতি জেবেল রহমান গানি প্রমুখ।


১৮ দলের একটি সূত্র জানায়, বঙ্গভবনের এই বৈঠকে ইতিবাচক কোনো সিদ্ধান্তে পৌঁছাতে না পারলে আগামী রোববার থেকে পুরো সপ্তাহ হরতালের সম্ভাবনা রয়েছে।









Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License