মানবজমিন: বর্তমান মন্ত্রিসভার বেশিরভাগ মন্ত্রী- প্রতিমন্ত্রী পদত্যাগ জমা দিয়েও তারা পদ ছাড়তে নারাজ। এজন্য খোদ প্রধানমন্ত্রীর কাছে নিজেরা নির্বাচনকালীন সরকারে থাকার ইচ্ছা পোষণ করছেন।সরকারের বিভিন্ন সূত্রে খোঁজ নিয়ে জানা গেছে, পররাষ্ট্র মন্ত্রী ডা. দিপু মনি পররাষ্ট্র মন্ত্রী পদে বহাল থাকতে চেষ্টা করে যাচ্ছেন। তবে জাতীয় পার্টি থেকে সদ্য মন্ত্রিত্ব পাওয়া একজনের কারণে সেটা সম্ভব নাও হতে পারে। ওদিকে গতকালের মতো আজও মন্ত্রীরা অপেক্ষা করেও জানতে পারছেন না তাদের মন্ত্রিত্ব থাকছে, কি থাকছে না। এখনও অপেক্ষায় মন্ত্রি পরিষদ বিভাগের শীর্ষস্থানীয় কর্মকর্তারাও। তাঁরাও এ বিষয়ে সরকারের কাছ থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত কোন নির্দেশনা পাননি। বেশিরভাগ মন্ত্রী আজ সচিবালয়ের দপ্তরে আসেননি। ফলে কোন ফাইল নড়াচড়া হয়নি। সরকারি পর্যায়ে খোঁজ নিয়ে জানা যায়, সরকারের শীর্ষ পর্যায় মন্ত্রিসভার আকার এবং কাউকে বাদ দেয়া না- দেয়া নিয়ে নিশ্চিত কোন সিদ্ধান্ত নিতে পারছে না। মন্ত্রিপরিষদ বিভাগে আজ দিনের কোন এক সময় তালিকা পাঠিয়েও আবার দফায় দফায় সংশোধন করা হচ্ছে। একজন নীতিনির্ধারক জানান, নতুন মন্ত্রী নিয়োগ নিয়েও কয়েক দফা সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। এর আগে প্রাথমিকভাবে ২৫ থেকে ৩০ সদস্যের নির্বাচনকালীন মন্ত্রিসভা করার সিদ্ধান্ত ছিল। প্রাথমিক একটি তালিকাও করেছেন প্রধানমন্ত্রী। এখনও পর্যন্ত সরকারের সূত্রগুলো বলছে, পুরোনো মন্ত্রী- প্রতিমন্ত্রীদের ৩২ জন বহাল থাকতে পারেন। বর্তমান মন্ত্রিসভার প্রায় সবাই নির্বাচনকালীন সরকারে থাকার জন্য চেষ্টা করছেন।
পদ ছাড়তে চাইছেন না বেশিরভাগ মন্ত্রী-প্রতিমন্ত্রী
Wednesday, November 20, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment