শীতের শহর হিসেবে পরিচিত পাহাড়ী অঞ্চল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৪ ডিগ্রি সেলসিয়াস।
শুক্রবার চলতি শীত মৌসুমে এটিই দেশের সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছেন শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র অবজারভার মো : হারুনুর রশিদ।
এদিকে শীতের আগমণী বার্তার সাথে সাথে শ্রীমঙ্গলের বাইক্কা বিলে শীত প্রধান অঞ্চল থেকে অতিথি পাখি আসতে শুরু করেছে। ক্লাইমেট রেসিলিয়েন্ট ইকো সিস্টেম এ- লাইভলিহুড প্রজেক্টের শ্রীমঙ্গল ক্লাস্টার কার্যালয়ের রিজিওনাল কো-অর্ডিনেটর মাজহারুল ইসলাম জানান, গত কয়েকদিন ধরে বাইক্কা বিলে অতিথি পাখি আসতে শুরু করেছে।
গত ক’দিন ধরে শীতের শহর হিসেবে পরিচিত শ্রীমঙ্গলের তাপমাত্রা ক্রমান্বয়ে কমে আসছে। বাড়ছে শীত। দেশের চা শিল্পাঞ্চল এলাকা শ্রীমঙ্গল উপজেলার চা বাগান গুলিতে শীতের তীব্রতা কিছুটা বেশি। রাতে বেশ শীত অনুভূত হলেও দিনের বেলায় গরম পড়ছে। এ কারণে অনেকেই সর্দি, কাশি, জ্বর, মাথাব্যাথা, হাপানিও শ্বাসকষ্টসহ শীতজনিত রোগে আক্রান- হচ্ছেন বলে জানান শ্রীমঙ্গল উপজেলা স্বাস’্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. বিনেন্দু ভৌমিক।
শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা আসতে শুরু করেছে অতিথি পাখি
Friday, November 22, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment