এরশাদের লজ্জাকর কর্মকাণ্ডে নিশ্চুপ থাকা যায় না – কাজী জাফর আহমেদ

Saturday, November 23, 2013

মানবজমিন: জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের নির্বাচনে যাওয়ার ঘোষণার প্রতিবাদে প্রতিবাদী হতে দলের তৃণমুল নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন জাতীয় পার্টির প্রবীণ প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমেদ। তিনি বলেছেন, এরশাদের লজ্জাজনক কর্মকান্ডের পর বসে থাকা যায় না। এর বিরুদ্ধে তৃণমূলের নেতাকর্মীদের প্রতিবাদী হতে হবে। আজ এক বিবৃতিতে তিনি বলেন, জাতীয় জীবনের এক বিশেষ যুগসন্ধিক্ষণে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সম্মুখে কিছু বক্তব্য উপস্থাপনের জন্য সাংবাদিক সম্মেলন আহবান করেছিলাম। কিন্তু আমি হাসপাতালে চলৎশক্তিহীন অবস্থায় চিকিৎসারত আছি। তাই সংবাদপত্রে বিবৃতির মাধ্যমে আমি আমার বক্তব্য উপস্থাপন করছি। আপনারা লক্ষ্য করেছেন, জাতীয় পার্টির কয়েকজন নেতা আকস্মিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে তথাকথিত নির্বাচনকালীন সর্বদলীয় সরকারে অংশগ্রহণ করেছেন। এ ঘটনায় শুধু আমি নই, সমগ্র জাতি হতভম্ব ও স্তম্ভিত।

সাবেক প্রধানমন্ত্রী বলেন, এরশাদের বিগত বেশ কিছুদিনের বিভিন্ন বক্তব্য বাংলাদেশের রাজনীতিতে এক নতুন মাত্রা সংযোজন করেছিল এবং আওয়ামী শাসকগোষ্ঠীর ভিত কাঁপিয়ে দিয়েছিল। জনগণ আশান্বিত হয়েছিল এই ভেবে যে, শেখ হাসিনার সরকার বিরোধী দলকে বাদ দিয়ে একতরফাভাবে নির্বাচন অনুষ্ঠানের ষড়যন্ত্র থেকে সরে আসবে এবং নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে সকল দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের দাবি মেনে নেবে। কিন্তু হুসেইন মুহম্মদ এরশাদ জনগণের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়ে জাতীয় পার্টির অধিকাংশ নেতৃবৃন্দকে অবহিত না করে কিছু সুবিধাবাদী ও দোদুল্যমান মন্ত্রীত্বলোভী নেতাকে আওয়ামী লীগের তথাকথিত সর্বদলীয় সরকারের মন্ত্রীত্বে আসীন করেছেন।

আমরা মনে করি, দলের সর্বোচ্চ ফোরাম প্রেসিডিয়ামকে সম্পূর্ণ উপেক্ষা করে স্বৈরতান্ত্রিক পদ্ধতিতে পার্টির গৃহীত পূর্বাপর অবস্থানের বিপরীত এমন একটি সিদ্ধান্ত এরশাদ নিয়েছেন যা জাতির প্রতি বিশ্বাসঘাতকতার শামিল। আমার দুঃখ রাখার জায়গা নেই যে, চেয়ারম্যান এরশাদ জাতীয় পার্টিকে এক বিশ্বাসঘাতক গণধিকৃত পার্টি হিসেবে জনগণের সামনে উপস্থাপন করেছেন। টেলিভিশনের পর্দায় যখন দেখি, আমাদের পার্টি ও তার নেতার বিরুদ্ধে হাজার হাজার মানুষ থুথু নিক্ষেপ করছেন এবং ঝাড়ু ও জুতা নিয়ে মিছিল করছেন, তখন লজ্জা ও বেদনায় হৃদয় বিদীর্ন হয়ে যায়।

জাতীয় পার্টির প্রবীণ এ নেতা বলেন, যে জাতীয় পার্টিকে আমরা অনেক বাধা বিপত্তি অতিক্রম করে তিল তিল করে গড়ে তুলেছি সেই জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের এহেন লজ্জাজনক এবং গণবিরোধী কার্যকলাপের বিষয়ে আমরা নিশ্চুপ থাকতে পারি না। দেশের এই ক্রান্তিলগ্নে আমরা যদি নিশ্চুপ থাকি তবে ইতিহাস আমাদের ক্ষমা করবে না। আমি এই বিবৃতির মাধ্যমে জাতীয় পার্টির তৃণমূল পর্যায়ের সকল নেতাকর্মীদের প্রতি আহবান জানাচ্ছি- আপনারা জাতীয় পার্টির মধ্যে থাকা সরকারের অনুগত নেতৃবৃন্দের বিরুদ্ধে প্রতিবাদী অবস্থান গ্রহণ করুন। পার্টির অধিকাংশ প্রেসিডিয়াম সদস্য, এম.পি, ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিব ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের সমন্বয়ে আমার সুস্থ্যতার পরবর্তীতে সাংবাদিক সম্মেলন করে পরবর্তী কার্যক্রমের দিক নির্দেশনা দেয়া হবে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License