আমাদের সিলেট ডটকমঃ
অর্থ পাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বেকসুর খালাস পাওয়ায় লন্ডনে বিএনপি নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে আনন্দ উলৱাস।
তারেক রহমানের ঘনিষ্ট জন হিসেবে পরিচিত, যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার এমএ সালাম মামলায় প্রতিদ্বন্দ্বিতা করতে সম্প্রতি ঢাকায় এসেছেন। রায়ের পর যোগাযোগ করা হলে তিনি আমাদের সিলেট ডটকম’কে জানান, লন্ডনে তারেক রহমানকে মামলার রায় সম্পর্কে অবহিত করা হয়েছে। যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরাও রায়ের খবর জেনেছেন। এরপর থেকে বিএনপি নেতাকর্মীদের মাঝে আনন্দ উল্লাস বিরাজ করছে। তবে, রায়ের ব্যাপারে তারেক রহমান কোন আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ব্যক্ত করেননি।
ব্যারিস্টার সালাম জানান, যুক্তরাজ্য বিএনপির পৰ থেকে লন্ডনের মন্টিফেরি সেন্টারে সংবাদ সম্মেলন করে রায়ের ব্যাপারে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে।
তিনি জানান, মানি লন্ডারিং মামলার রায়ের খবর তারেক রহমানকে অবহিত করা হয়েছে। তবে, এ বিষয়তে তারেক রহমান আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেননি।
ব্যারিস্টার সালাম বলেন, যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আগে থেকে বিশ্বাসী ছিলেন- এ মামলাটি যেহেতু রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তাই, এ মামলা প্রমাণ করতে পারবেনা রাষ্ট্রপৰ। রায়ের মধ্য দিয়ে তা প্রমাণিত হয়েছে।
রায়ে লন্ডনে উল্লাস, তারেক রহমান কোন মন্তব্য করেননি
Sunday, November 17, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment