পতিত জমির দখল নিয়ে বিরোধ : বানিয়াচংয়ে দুপক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত
বানিয়াচং প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ইকরাম গ্রামে পতিত জমির দখল নিয়ে পূর্ব বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছে।
বুধবার ২০ নভেম্বর সকাল ৯টা থেকে সকাল ১০টা পর্যন্ত এ সংঘর্ষ চলে। এতে আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় টেটাবিদ্ধ শিবির মিয়া ও রুয়েল মিয়াকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এছাড়া গুরুতর অবস্থায় আনোয়ার, কাশেম, এনাম, শওকত, আবেদ, সোহাগ, তৌহিদ, মিজান, শাহ আলম, শফিক, কাউছার, মোসাদ্দেক, তরবত বেগম, লিটন মিয়া, টেনু মিয়া, আহাদ, লতিফ, ফজলু ও আয়নুলসহ অন্তত ৪০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, ইকরাম গ্রামের পাশের পতিত রকম খাস জমির দখল নিয়ে ওই গ্রামের আক্তার হোসেনের ছেলে কাউসার মিয়া ও সমসের আলীর ছেলে শামীমের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এরই জের ধরে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়।
খবর পেয়ে নিকটবর্তী সুজাতপুর ফাঁড়ি থেকে ও বানিয়াচং থানা থেকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
No comments:
Post a Comment