৩ দিনের মধ্যে আল্লামা শফীকে নিয়ে ব্যাঙ্গচিত্র প্রচারকারীদের গ্রেফতার না করলে কঠোর আন্দোলন – মাওলানা শাহীনূর পাশা চৌধুরী

Friday, November 22, 2013

হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আমীর আল্লামা শাহ শফীকে ব্যাঙ্গ করে সিলেট শহরের বিভিন্ন স্থানের দেয়ালে পোস্টার লাগানোর প্রতিবাদে শুক্রবার বাদ জুম্মা সিলেট নগরীতে বিৰোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ও মহানগর হেফাজতে ইসলাম। মিছিলটি বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামন থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় সিটি পয়েন্টে এসে এক সমাবেশে মিলিত হয়।

মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাসচিব সাবেক এমপি মাওলানা শাহীনুর পাশা চৌধুরী এডভোকেট বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ কোন রাজনৈতিক সংগঠন নয়। রাজনৈতিক প্রতিহিংসা মূলক ভাবে যদি কেউ হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ শফীর বিরুদ্ধে অবস্থান নেয় অথবা ব্যাঙ্গচিত্র তৈরী করে প্রচার করে তাহলে দেশের তৌহিদী জনতা ব্যাঙ্গচিত্র প্রচারকারীদের ছাড় দেবে না। তিনি হুশিয়ারী উচ্চারণ করে বলেন, ইতিমধ্যে একটি কুচক্রী মহল আলৱামা শাহ আহমদ শফীর জনপ্রিয়তায় এবং আলেম সমাজের ঐক্যে ঈর্ষান্বিত হয়ে শাহজালালের পুণ্যভূমিতে ব্যাঙ্গচিত্র সম্বলিত পোস্টা সাটিয়েছে। এতে ধর্মপ্রাণ সিলেটবাসীর হৃদয়ে আঘাত লেগেছে। তিনি আগামী ৩ দিনের মধ্যে আলৱামা শফীকে নিয়ে ব্যাঙ্গচিত্র প্রচারকারীদের গ্রেফতার না করলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন। শাহীনূর পাশা হেফাজতের নায়েবে আমীর জমিয়ত মহাসচিব মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, মুফতি হার্বন বিন ইজহার, মুফতি সাখাওয়াত হোসেন ও মুফতি রেজাউল করিম সহ সারাদেশে গ্রেফতারকৃত হেফাজত নেতাকর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবী জানান।

সিলেট মহানগর হেফাজতে ইসলামের সভাপতি শায়খুল হাদীস মাওলানা আব্দুল বাছিত বরকতপুরীর সভাপতিত্বে এবং হেফাজত নেতা মাওলানা আলহাজ্ব এমরান আলম ও মাওলানা সাইফুর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত বিৰোভ সমাবেশ বক্তব্য রাখেন সিলেট জেলা হেফাজতের যুগ্ম সম্পাদক মাওলানা রেজাউল করিম জালালী, মহানগর হেফাজত সেক্রেটারী খতিব মাওলানা মুস্তাক আহমদ খান, জেলা হেফাজত নেতা আশরাফ আলী মিয়াজানী, মাওলানা নজর্বল ইসলাম, মাওলানা মখলিছুর রহমান, মাওলানা আছলাম রহমানী, মাওলানা আব্দুল মুকিত চৌধুরী, মাওলানা রফিক আহমদ মহলৱী, মাওলানা ছদর্বল আমীন, মাওলানা হাফিজ আব্দুল মালিক, মাওলানা আব্দুল জলিল, মাওলানা জহিরুল হক, মাওলানা মতিউর রহমান, মাওলানা সালেহ আহমদ শাহবাগী, মাওলানা রেজওয়ান আহমদ, মাওলানা লুৎফুর রহমান, মাওলানা তোফায়েল আহমদ উসমানী, হাফিজ শাব্বির আহমদ রাজী, হাফিজ কবির আহমদ, হাফিজ শাহিদ হাতিমী, হাফিজ আব্দুল করিম দিলদার, মাওলানা আব্দুল মুহিত মুরাদ, মাহদী হাসান মিনহাজ, মাওলানা আবু সুফিয়ান, মাওলানা সালমান আহমদ, কায়ছান মাহমুদ, হাফিজ খলিলুলৱাহ, হাফিজ আব্দুল গণি, মাওলানা সায়েম আহমদ, মাওলানা আব্দুল ওয়াহিদ, মাওলানা আব্দুর রহিম, মাওলানা আব্দুল করিম, আব্দুর রহমান নাদিম, আবু হাসানাত, হাফিজ মাহবুব, হাফিজ ফুজায়েল আহমদ প্রমুখ।

সভাপতির বক্তব্যে মহানগর হেফাজত সভাপতি মাওলানা বরকতপুরী বলেন, যারা হেফাজতে ইসলামের আমীর আলৱাম শাহ আহমদ শফীকে নিয়ে ব্যাঙ্গচিত্র তৈরী করছে, তারা এদেশের আলেম সমাজ ও মুসলমানদের ধর্মিয় দোষমনে পরিণত হয়েছে। তাদেরকে সিলেট থেকে বিতাড়িত করতে হবে। তিনি দলমত নির্বিশেষে সবাইকে আলৱামা আহমদ শফী ও আলেম সমাজের ইজ্জত রৰার স্বার্থে সকল কর্মসূচীতে অংশ গ্রহণের উদ্দাত আহ্বান জানান। বিজ্ঞপ্তি





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License