জেএমবির মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি ছিনতাই জামায়াতের শেষ মরণ কামড় ॥ বাংলাদেশে জঙ্গী তৎপরতা একেবারে শেষ হয়ে যায়নি

Sunday, February 23, 2014

জেএমবির মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি ছিনতাই জামায়াতের শেষ মরণ


কামড় ॥ বাংলাদেশে জঙ্গী তৎপরতা একেবারে শেষ হয়ে যায়নি


নিজস্ব প্রতিবেদক : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ময়মনসিংহের ত্রিশালে পুলিশ হত্যা করে জেএমবির মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি ছিনতাইয়ের ত্রিশালের ঘটনাকে জামায়াতে ইসলামী ও তার সাঙ্গপাঙ্গদের শেষ মরণ কামড়।

রবিবার ২৩ ফেব্রুয়ারি দুপুরে টি-টুয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট ভেন্যু সিলেট ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তিনি জামাত-শিবিরকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে আখ্যায়িত করে বলেন, জামায়াতে ইসলামী কোন রাজনৈতিক দল নয়। যুদ্ধাপরাধীদের বিচার শুরু হবার সাথে জামায়াতে ইসলামী রাজনৈতিক দল এবং প্রতিষ্ঠান হিসেবে শেষ হয়ে গেছে।

আওয়ামী লীগের জেলা সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান ও সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী এসময় উপস্থিত ছিলেন।

এর আগে পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার সিলেট ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ত্রিশালের ঘটনাটি অনভিপ্রেত। বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদেরকে অবশ্যই গ্রেফতার করা হবে। তবে এ ঘটনা সার্বিক নিরাপত্তার জন্যে কোন হুমকি নয়।

আইজিপি বলেন, বাংলাদেশে জঙ্গী তৎপরতা একেবারে শেষ হয়ে যায়নি। এখনো বিচ্ছিন্নভাবে কিছু কিছু চলছে। তবে পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

তিনি জানান, আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সার্বিক প্রস্তুতি নেয়া হচ্ছে।

র‌্যাব মহাপরিচালক মোখলেসুর রহমান ও সিলেটের পুলিশ কমিশনার মিজানুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License