আমাদের সিলেট ডটকম:
নগরীর আম্বরখানায় ইজিবাইক চালককে মারধরের ঘটনায় এক ট্রাফিক কনস্টেবলকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ রহমত উল্যাহ এর সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, এক ইজিবাইক চালককে মারধরের ঘটনায় মঙ্গলবার রাত সাড়ে ৮টা থেকে ইজিবাইক চালকরা আম্বরখানায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। তারা মারধরকারী ট্রাফিক সদস্যের শাস্তির দাবি জানায়। অবরোধের কারণে আম্বরখানা এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সিলেট মহানগর পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা গিয়ে অভিযুক্ত ট্রাফিক সদস্যকে পুলিশ লাইনে ক্লোজড করার ঘোষণা দিলে রাত ১০টায় চালকরা অবরোধ তুলে নেন।
ইজিবাইক শ্রমিক নেতা আবদুর রহমান সংবাদ মাধ্যমকে জানান- মঙ্গলবার রাত ৮টার দিকে গাড়ি পার্কিং নিয়ে কথা কাটাকাটির জের ধরে এক ট্রাফিক সদস্য মোস্তাকিম নামের এক ইজিবাইক চালককে মারধর করেন। এ খবর পেয়ে ইজিবাইক চালকরা জড়ো হয়ে আম্বরখানায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।এদিকে, অবরোধের কারণে আম্বরখানা-বিমানবন্দর, আম্বরখানা-সুনামগঞ্জ, আম্বরখানা-দরগাগেইট ও আম্বরখানা-শাহী ঈদগাহ রোডে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।খবর পেয়ে কোতোয়ালী থানার ওসি আতাউর রহমান ও বিমাবন্দর থানার ওসি আখতার হোসেন ঘটনাস্থলে গিয়ে ইজিবাইক চালকদের শান্ত করার চেষ্টা চালান। তাদেরকে অবরোধ প্রত্যাহার করার অনুরোধ করেন দুই ওসি। কিন্তু চালকরা তাদের অবরোধ অব্যাহত রাখেন।রাত ১০টায় সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ রহমত উল্লাহ আম্বরখানায় গিয়ে অভিযুক্ত ট্রাফিক সদস্য বোরহান উদ্দিনকে পুলিশ লাইনে ক্লোজ করার ঘোষণা দিলে চালকরা অবরোধ প্রত্যাহার করে নেন।
এ ব্যাপারে পুলিশ কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্যাহ জানান, বিষয়টি মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে জানানো হলে তিনি অভিযুক্ত পুলিশ সদস্যকে পুলিশ লাইনে ক্লোজড করার নির্দেশ দিয়েছেন।
আম্বরখানায় চালককে মারধরের ঘটনায় ট্রাফিক কনস্টেবল ক্লোজড
Tuesday, February 25, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment