টি-টুয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট ট্রফির সিলেট পরিভ্রমণ ॥ অভিযোগ
স্থানীয় ক্রীড়া কর্তৃপক্ষ ও সংগঠকদেরকে পাশ কাটানোর
ক্রীড়াঙ্গন প্রতিবেদক : বাংলাদেশে অনুষ্ঠিতব্য টি-টুয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট ট্রফি সিলেট পরিভ্রমণ করেছে।
মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি বিকেলে বর্ণাঢ্য শোভাযাত্রাসহ চ্যাম্পিয়ন ও রানারআপ ট্রফি নিয়ে মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়।
এ সময় পুরো মহানগরী জুড়ে উৎসব মুখর পরিবেশ জেগে উঠে। সর্বস্তরের মানুষ সড়কের দুপাশে দাঁড়িয়ে নাত নেড়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।
বিশাল আকৃতির লরিতে করে ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ট্রফি মহানগরীতে নিয়ে আসা হয়। ট্রফি দুটির মাঝখানে দাঁড়িয়ে জনতার উচ্ছ্বাসের জবাব দেন সিলেট সিটি কপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। এছাড়া ট্রফি দুটি ঘিরে নৃত্যরত ছিলেন একদল তরুণ নৃত্যশিল্পী। সেইসাথে টি-টুয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের 'থিম সং' বাজছিল।
ট্রফি বহনকারী লরিটির সামনে ছিলেন মোটর সাইকেল আরোহী বিপুল সংখ্যক তরুণ। তাদের কারো হাতে আর কারো মাথায় বাঁধা ছিল লালসবুজের পতাকা। আর লরির পিছনে অনেকগুলো ট্রাক বোঝাই তরুণরা চিৎকার করে নিজেদের অনুভূতি প্রকাশ করছিলেন।
No comments:
Post a Comment